এক্সপ্লোর
Advertisement
মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে ফের বাধা দেওয়ার ইঙ্গিত চিনের
বেজিং: জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে ফের বাধা হয়ে দাঁড়াতে পারে চিন। এমনই ইঙ্গিত দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমরা একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব নিয়ে বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ আছে।’
পঠানকোট হামলার মাথা মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব দিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। এ বছরের অগাস্টে চিন জানিয়েছে, তিন মাসের জন্য এই প্রস্তাব স্থগিত রাখা হচ্ছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতেও রাষ্ট্রপুঞ্জে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে বাধা দেয় চিন। তারা ফের একই কাজ করতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে।
গত দু’বছর ধরেই মাসুদের উপর নিষেধাজ্ঞা জারির চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন এই ইস্যুতে ভারতকে সমর্থন করেছে। তবে চিন ক্রমাগত মাসুদকে সমর্থন করে চলেছে। চিনের দাবি, পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement