China Lanzhou Lockdown: লাফিয়ে বাড়ছে করোনা, ফের লকডাউনের পথে হাঁটল চিন
তিমধ্যেই দেশের শীর্ষ প্রশাসনের তরফে স্টে-অ্যাট-হোম-এর নির্দেশ এসেছে। বাসিন্দাদের প্রয়োজন না হলে শহর ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নয়া দিল্লি: অতিমারির যেন শেষ নেই। চিনে ফের দাপট বৃদ্ধি করোনার। এতটাই দাপট বৃদ্ধি পেয়েছে যে করোনা ভাইরাসের ঝড় রুখতে ১০ লক্ষ জনবসতিপূর্ণ শহর লানঝাউতে ফের লকডাউন হল। পরিস্থিতি যাতে ফের নাগালের বাইরে না যায় সেজন্য ইতিমধ্যেই সতর্ক প্রশাসন। বাসিন্দাদের জরুরি অবস্থা ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে।
লানঝাউর প্রদেশের প্রশাসনের তরফে জানান হয়েছে বাসিন্দাদের প্রবেশ ও প্রস্থান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের শীর্ষ প্রশাসনের তরফে স্টে-অ্যাট-হোম-এর নির্দেশ এসেছে। বাসিন্দাদের প্রয়োজন না হলে শহর ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, চিনের মঙ্গোলিয়ার এজিনে লকডাউন জারি হয়েছে। সোমবার থেকে ওই এলাকার ৩৫,৭০০ বাসিন্দাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই অঞ্চলই সংক্রমণের হটস্পট। গত সপ্তাহে ওই এলাকায় করোনা আক্রান্ত হয়েছে ১৫০ জন।
চিনের প্রায় ১১ টি প্রদেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে, এমনটাই খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে। রাজধানী বেজিংয়েও ছড়িয়েছে করোনা। বিশেষ করে চীনের লানঝো প্রদেশ নিয়ে উদ্বেগ্ন রয়েছে সেখানকার প্রশাসন। জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার উপরেও। বাইরে বেরোতে গেলেই করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। ইতিমধ্যেই বহু উড়ান বাতিল হয়েছে সে প্রদেশে।
অন্যদিকে, ফের করোনার ডেল্টার প্রজাতির আরও একটি মিউটেন্ট রূপ ধরা পড়ল ব্রিটেনে। যা আরও সংক্রামক এবং মারাত্মক, এমনটাই মনে করা হচ্ছে। সেই প্রজাতির দেখা মিলল ভারতেও।
ব্রিটেনে এই প্রজাতির দাপটে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মিউট্যান্ট রূপটির খোঁজ পেতেই বিশ্বকে সতর্ক করেছিল ব্রিটেন। কিন্তু ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইন্দোরে এক কোভিড আক্রান্তের নমুনায় ডেল্টা প্রজাতির এই নতুন মিউটান্ট যা বৈজ্ঞানিক নাম- AY.4.2, সেটি পাওয়া গিয়েছে। ডেল্টা রূপের চেয়ে বেশি বিপজ্জনক বলেই এটিকে মনে করা হচ্ছে।