China Plane Crash: চিনে ১৩৩ জনকে নিয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান
China Plane Crash : ১৩৩ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান।
বেজিং : চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ১৩৩ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান।
জানা যাচ্ছে, ১৩৩ জন যাত্রীকে নিয়ে রওনা হয়েছিল চিনের ইস্টার্ন প্যাসেঞ্জার জেট। পরে দক্ষিণ-পশ্চিম চিনে বোয়িং ৭৩৭ বিমানটি ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সোমবার এমনই জানায় CCTV।
উঝৌও শহরের কাছে গ্রামীণ এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে পাহাড়ে আগুন লেগে যায় বলে জানায় সংবাদ মাধ্যম CCTV। এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে গোটা এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। বিভিন্ন দিক থেকে তোলা ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এক বিমানকর্মীকে উদ্ধার করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কুনমিং থেকে উড়ানের পর নির্ধারিত সময়ে গন্তব্যস্থল গোয়াংঝোয় পৌঁছয়নি MU5735 বিমান।
অথচ চিন এয়ারলাইনের নিরাপত্তা ব্যবস্থা উৎকৃষ্ট মানের। বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তা সত্ত্বেও এই দুর্ঘটনায় নানা প্রশ্ন উঠছে। চিনের বিমান নিরাপত্তা নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এই দেশে সর্বশেষ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছিল ২০১০ সালে। হেনান এয়ারলাইন্সের এমব্রার ই-১৯০ আঞ্চলিক বিমান কম দৃশ্যমানতার কারণে ইচুন বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। বিমানে থাকা ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। এরপরই জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয় যে, মিগ-২১ বিধ্বস্ত হয়েছে স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায়। জয়সালমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানান। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, IAF এর MiG-21 বিমান প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। "