এক্সপ্লোর
Advertisement
জি ৭ শীর্ষ সম্মেলনে ভারত সহ আরও তিন দেশকে ট্রাম্পের আমন্ত্রণে ক্ষুব্ধ চিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জি ৭ শীর্ষ সম্মেলনে ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ চিন। এ ব্যাপারে তারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চিন বলেছে, বেজিংয়ের বিরুদ্ধে একটি ‘ক্ষুদ্র বৃত্ত’ তৈরির প্রচেষ্টা ‘ব্যর্থতায় পর্যবসিত হবে’ এবং তা ‘কোনও সমর্থন পাবে না’।
বেজিং: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জি ৭ শীর্ষ সম্মেলনে ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ চিন। এ ব্যাপারে তারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চিন বলেছে, বেজিংয়ের বিরুদ্ধে একটি ‘ক্ষুদ্র বৃত্ত’ তৈরির প্রচেষ্টা ‘ব্যর্থতায় পর্যবসিত হবে’ এবং তা ‘কোনও সমর্থন পাবে না’।
জি ৭ অর্থনৈতিক দিক থেকে উন্নত সাত দেশের গোষ্ঠী। এই দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও অর্থনীতি সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এই দেশগুলির প্রধানরা প্রতি বছর বৈঠক করেন।
এবার ট্রাম্প আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলন স্থগিত রেখেছেন এবং এই ব্লককে জি ১০ বা জি ১১ পর্যন্ত প্রসারিত করার আগ্রহের কথা জানিয়েছেন। বিশ্বের প্রথমসারির অর্থনীতির মধ্যে ভারত সহ আরও তিনটি দেশকে অন্তর্ভূক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের এই পরিকল্পনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘বেজিং মনে করে যে বিশ্বের সমস্ত সংগঠন ও সম্মেলনে আন্তর্জাতিক শান্তি ও উন্নয়ণের প্রসার ও বহুপাক্ষিকতাকে তুলে ধরার অনুকূল হওয়া উচিত। বিশ্বের বেশিরভাগ দেশেরই এই ভূমিকায় বিশ্বাস করে চিন। চিনের বিরুদ্ধে কোনও ধরনের ক্ষুদ্র বৃত্ত তৈরির প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তা সমর্থন পাবে না’।
হংকং থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতেই ট্রাম্প চিনকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের জন্য চিনের নতুন নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় এই অঞ্চলের বিশেষ মর্যাদার প্রত্যাহার, স্নাতকোত্তর পর্যায়ের চিনের পড়ুযাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, চিনের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংগঠন থেকে আমেরিকার বেরিয়ে আসার মতো ব্যবস্থা ট্রাম্প নিয়েছেন। এরইমধ্যে জি-৭ এ ভারত সহ তিনটি দেশকে ট্রাম্পের আমন্ত্রণের পরিকল্পনায় চিন যে রীতিমতো অসন্তুষ্ট, তা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement