(Source: ECI/ABP News/ABP Majha)
Russia: যুদ্ধের প্রতিবাদ, রাশিয়ায় ব্যবসা বন্ধ করছে কোকা-কোলা, পেপসি, ম্যাকডোনাল্ড, স্টারবাকস
Coca-Cola, PepsiCo, McDonald's suspend soda sales in Russia : ক্রমেই বিশ্বের বড় বড় দেশগুলি অর্থনৈতিক ভাবে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও কোণঠাসা হল রাশিয়া।
কিভ : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। ক্রমেই যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক শহর। অন্যদিকে ক্রমেই বিশ্বের বড় বড় দেশগুলি অর্থনৈতিক ভাবে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও কোণঠাসা হল রাশিয়া।
বিক্রি বন্ধ করল মার্কিন বহুজাতিক সংস্থা কোকা-কোলা ও পেপসি। রাশিয়ায় সমস্ত রেস্তোরাঁ বন্ধ করেছে আরেক মার্কিন বহুজাতিক সংস্থা ম্যাকডোনাল্ডস-ও। অন্যদিকে, আগামী ৬ মাস বিদেশি মুদ্রা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।
পেপসিকো রাশিয়ায় পেপসি-কোলা, 7 আপ এবং অন্যান্য ব্র্যান্ডের বিক্রয় বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইউক্রেনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা দেখে, সেই দেশে মূলধন বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সফট ড্রিঙ্ক জায়েন্ট। সেই সঙ্গে রাশিয়ায় কোনও বিজ্ঞাপনও চালাবে না তারা। ৬০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় পণ্য বিক্রয় করে পেপসি। তবে তারা জানিয়েছে, পেপসিকো দুধ, দুগ্ধজাত দ্রব্য, সেইসঙ্গে শিশুখাদ্য এবং ফর্মুলামিল্ক বিক্রি চালিয়ে যাবে বলে জানিয়েছে। স্টারবাকস-ও একই কাজ অনুসরণ করেছে। তারাও রাশিয়ায় তার পণ্যের চালান সহ সমস্ত ব্যবসায়িক কার্যকলাপ স্থগিত করছে। এর ফলে রাশিয়ায় স্টারবাকসের স্টোরগুলি বন্ধ করা হবে। সেই সঙ্গে ধাক্কা খাবে অনেকের জীবিকা-সংস্থান।
ম্যাকডোনাল্ডস - এর তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে, ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ায় তাদের ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। ইউক্রেনের মানুষের অপ্রয়োজনীয় মানবিক যন্ত্রণাকে উপেক্ষা করতে পারি না আমরা।
১৪ তম দিনে পড়ল রাশিয়া - ইউক্রেন যুদ্ধ। মানব করিডরের জন্য ফের ইউক্রেনের বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। বুধবার রাজধানী কিভ ছাড়াও চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল ও জাপোরিজিয়া শহর দিয়ে বেরোনোর জন্য মানব করিডর করা হয়েছে। এরই মধ্যে অপারেশন গঙ্গা-র মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। সুমি, ইরপিন-সহ একাধিক শহর থেকে ছাড়ছে বাস। গতকাল মানবিক করিডরের মধ্যে দিয়ে সুমিতে আটকে থাকা সাড়ে ছশোরও বেশি ভারতীয় পডুয়াকে উদ্ধার করা হয়। সবাইকেই উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে।