Covid 19 Vaccine: ফ্রান্সে এবার চতুর্থ কোভিড ডোজ
Covid 19 Vaccine: ৮০ বছরের বেশি বয়সের নাগরিকদের জন্য কোভিডের চতুর্থ ডোজের কথা ঘোষণা করল ফ্রান্স।
প্যারিস: কোভিড সংক্রমণ রুখতে প্রথম থেকেই কড়া হাতে একাধিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্স (france)। দ্রুতগতিতে টিকাকরণ (vaccination) বাড়িয়েছে ফ্রান্স। তৃতীয় কোভিড ডোজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার চতুর্থ ডোজের কথা জানাল ফ্রান্স। ৮০ বছরের বেশি বয়সের নাগরিকদের জন্য কোভিডের চতুর্থ ডোজের (fourth dose) কথা ঘোষণা করল ফ্রান্স। তবে সেই নাগরিকদের তাঁদের বুস্টার ডোজটি (booster) অন্তত তিন মাস আগে নিয়ে থাকতে হবে।
চতুর্থ ডোজের ঘোষণার পাশাপাশি কোভিড বিধিতেও লাগাম দিয়েছে ফ্রান্স (france) প্রশাসন। ভ্যাকসিন পাস (vaccine pass) আপাতত প্রয়োজন নেই বলে জানান হয়েছে। এতদিন জনবহুল এলাকায় বা সিনেমায় (cinema hall) বা রেস্তরাঁয় যেতে ওই পাসের প্রয়োজন থাকত। কোনও ব্যক্তির তিনটি কোভিড টিকা নেওয়ার প্রমাণপত্র ছিল সেটি। এখন থেকে ওই পাস আর লাগবে না। যদিও হাসপাতালে (hospital) এবং বৃদ্ধাবাসে যেতে হলে এখনও লাগবে ওই ভ্যাকসিন পাস। ১৪ মার্চ থেকে মাস্ক ব্যবহারেও কঠোরতা কমে আসছে। শুধুমাত্র গণপরিবহনে প্রয়োজন মাস্ক। কাজের জায়গা বা স্কুলে আর প্রয়োজন হবে না মাস্কের।
একদিনে যখন ফ্রান্সে ক্রমশ কোভিড লাগাম আলগা হচ্ছে। ঠিক তখনই চিনে চোখ রাঙাচ্ছে কোভিড সংক্রমণ। গত কয়েকদিন ধরে চিনের একাধিক এলাকায় নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির খবর এসেছে। দেশজুড়ে বিভিন্ন এলাকায় নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত চিন প্রশাসনের। সাংহাইয়ে বন্ধ রাখা হয়েছে স্কুল। চিনের উত্তর-পূর্বের একাধিক শহরে লকডাউন করা হয়েছে প্রশাসনের তরফে। সম্প্রতি চিনের অন্তত ১৯টি প্রদেশে নতুন করে কোভিড সংক্রমণ ছড়িয়েছে।
রবিবার চিনে ৩ হাজার ৩৯৩ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। চিনের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, আগের দিনের তুলনায় দ্বিগুণ সংখ্যক ব্যক্তি কোভিড আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: শেষ ৬৭৬ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক কোভিড সংক্রমণ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )