India Corona Update: শেষ ৬৭৬ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক কোভিড সংক্রমণ
Covid Update: আরও কমল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত দিনের থেকেও বেশ কিছুটা কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন।
নয়াদিল্লি: আরও কমল ভারতের দৈনিক করোনা (covid) সংক্রমণ। গত দিনের থেকেও বেশ কিছুটা কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন। গত ৬৭৬ দিনে ভারতে সর্বনিম্ন (lowest) দৈনিক কোভিড সংক্রমণ এটি। বেশ কিছুদিন ধরেই টানা কমছে দৈনিক কোভিড সংক্রমণ। ওমিক্রনের ঢেউ কাটিয়ে ফের ছন্দে ফিরছে ভারত। স্বাভাবিক হয়েছে জনজীবন। পাল্লা দিয়ে বাড়ছে কোভিড টিকাকরণও। যদিও বিপদ এড়াতে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দেশে কমেছে অ্য়াক্টিভ কোভিড (active case) কেসেরও সংখ্যাও। এখন দেশে করোনা (covid) আক্রান্ত রয়েছেন ৩৮ হাজার ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় বেড়েছে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।
শেষ বুলেটিন অনুযায়ী দেশে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। আন্দামান নিকোবর (andaman nicobar) দ্বীপপুঞ্জে কোনও নতুন কোভিড সংক্রমণ হয়নি।
ভারতে কোভিড সংক্রমণ যে কমতির দিকে তা দিনকয়েক আগেই জানিয়েছিল নীতি আয়োগ (niti ayog) এবং স্বাস্থ্য মন্ত্রক (union health ministry)। যদিও বিভিন্ন দেশে কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যাচ্ছে বলে সতর্ক করেছিল তারা। সম্প্রতি উত্তর-পূর্ব চিনের একাধিক এলাকায় কোভিড সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। সাংহাইতে (sanghai) স্কুল বন্ধ করা হয়েছে। বেশ কিছু শহরে শুরু হয়েছে লকডাউন (lockdown)। যদিও ভারতে চতুর্থ ঢেউয়ের (fouth wave) কোনও আশঙ্কা নেই বলে সাফ জানিয়েছে আইসিএমআর (ICMR)। দেশে এখনও পর্যন্ত কোভিডের কোনও নতুন ভ্যারিয়েন্টের (varriant) হদিশ মেলেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পণ্ডা। তিনি বলেন, 'এই মুহূর্তে ভারতে নতুন কোনও ওয়েভের আশঙ্কা নেই, অন্যান্য অনেক মডেল চতুর্থ ওয়েভের কথা বললেও, সেগুলো ভুল আশঙ্কা।'
আরও পড়ুন: ফের বাড়ছে কোভিড, আশঙ্কায় কাঁটা চিন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )