Trend: করোনা পজিটিভ ব্যক্তির সঙ্গে ডিনারে খরচ ১০ হাজার টাকা! কারণ জানলে অবাক হবেন
Trend: একাধিক মানুষের জীবনহানি হয়েছে। সারা বিশ্বে আবারো তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। সর্বত্রই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেন সবাই।
ভেনিস: বিশ্ব জুড়ে করোনা থাবা বসিয়েছে। একাধিক মানুষের জীবনহানি হয়েছে। সারা বিশ্বে আবারো তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। সর্বত্রই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেন সবাই। কিন্তু বিশ্বের এমন এক অদ্ভুত জায়গা যেখানে মানুষ ১০ হাজার টাকা পর্যন্ত খরচ করছেন করোনা ভাইরাসে আক্রান্তদের সঙ্গে পার্টি করতে, তাঁদের সঙ্গে ডিনারে অংশ নিতে। কি অবাক হলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতালিতে এমনটাই ঘটছে। আসুন জেনে নেওয়া যাক সেখানকার মানুষের এমন পাগলামির কারণ।
কিন্তু কেন?
একটি স্বনামধন্য সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মানুষ কোভিডের টিকা এড়াতেই এমনটা করছেন। উল্লেখ্য, ইতালি সরকার চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৫০ বছরের বেশি বয়সি সব নাগরিকের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। আর সেই টিকা যদি কেউ না নেন, তবে বড় জরিমানা দিতে হবে সেই ব্যক্তিকে। এছাড়া তাদের চাকরিও চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে, মানুষ টিকা এড়াতে নতুন উপায় খুঁজছেন।
টাকা খরচ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন