এক্সপ্লোর
Advertisement
COVID-19 Advisory: মৃদু উপসর্গে কখন চিকিৎসার প্রয়োজন, জানাল কেন্দ্র
COVID-19 Advisory: মৃদু উপসর্গের (Mild Symptoms) ক্ষেত্রে কোনও রকম স্টেরয়েড নেওয়া উচিত নয়। নিজে থেকে কোনও ওষুধই খাওয়া উচিত নয় রোগীর।
উপসর্গ তেমন নেই। কিন্তু কোভিড রিপোর্ট পজিটিভ (COVID Report) মানেই সাত দিনের নিভৃতবাস (Home Isolation)। কিন্তু বাড়িতে নিভৃতবাসে থাকার সময় মৃদু এবং মাঝারি উপসর্গের রোগীদে চিকিৎসা সংক্রান্ত কী কী বিষয়ে নজর রাখা উচিত, সেই সম্পর্কে এ বার নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
শুক্রবার প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে—
- মৃদু উপসর্গের (Mild Symptoms) ক্ষেত্রে কোনও রকম স্টেরয়েড নেওয়া উচিত নয়। নিজে থেকে কোনও ওষুধই খাওয়া উচিত নয় রোগীর। স্টেরয়েডের মাত্রা বেশি হয়ে গেলে বা ভুল ওষুধ খেলে, পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
- শরীরে অবস্থা অনুযায়ী, রোগী কী ওষুধ নিচ্ছেন, তার উপর নজর রাখা উচিত। যে কারও থেকে পাওয়া প্রেসক্রিপশন মেনে ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়।
- রক্তে অক্সিজেনের (Oxygen Level) মাত্রা কমে গেলে, শ্বাসকষ্ট শুরু হলে, তড়িঘড়ি আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হবে। পরিস্থিতি আশঙ্কাজনক দিকে এগোচ্ছে বুঝলে, চিকিৎসক বা কন্ট্রোল রুমে ফোন করে পরামর্শ নেওয়া প্রয়োজন।
ঠিক কোন সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—
আরও পড়ুন: WB Corona: 'মানুষ সাধারণ সর্দিকাশি ভেবে ভুল করছেন', আবারও সচেতনতার বার্তা চিকিৎসক জয়দেব রায়ের
সংক্রমিতের স্বাস্থ্যের পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। আচমকা পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে বা উপসর্গহীন রোগীর মধ্যে উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- টানা তিন দিন শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের উপর থাকলে।
- শ্বাসকষ্টে যদি ভোগেন রোগী।
- রক্তে অক্সিজেনেক মাত্রা আচমকা কমে গেলে।
- বুকে একটানা অনেক ক্ষণ ব্যথা অনুভব করলে।
- আচমকা ঘোর লাগলে, মানসিক ভাবে বিভ্রান্ত বোধ করল, বিছানা থেকে উঠতে না পারলে।
- অত্যন্ত ক্লান্ত বোধ করলে এবং পেশির যন্ত্রণা শুরু হলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement