নোট বাতিলের ফলে অর্থনীতির বড় অংশ বৈধ পথে এসেছে: মোদী
ম্যানিলা: উচ্চ মূল্যের নোট বাতিল সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে ভারতীয় অর্থনীতির একটা বড় অংশ বৈধ ও আইনি পথে ফিরে এসেছে। আসিয়ান সম্মেলনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার, ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী জিএসটি-র স্বপক্ষে জোরালো সওয়াল করেন। পাশাপাশি, দেউলিয়া ও ঋণ-খেলাপের বিরুদ্ধে নেওয়া সরকারের একাধিক পদক্ষেপের বিষয়টিও উল্লেখ করেন। এছাড়া, দেশের অর্থনীতিতে স্বচ্ছতা আনতে আর্থিক লেনদেনের সঙ্গে আধার সংযুক্তিকরণ থেকে শুরু করে বৃহত্তর নীতি-প্রবর্তনও উঠে আসে মোদীর মুখে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা কর ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউনিক আইডি (আধার) সিস্টেম ব্যবহার করছি। লক্ষ্য অর্থনীতিকে স্বচ্ছ করা। আর তার ফলও মিলেছে। এর সঙ্গে উচ্চমূল্যের নোট বাতিল করার ফলে অর্থনীতির অধিকাংশটাই বৈধ ও আইনি পথে চলে এসেছে।
নোট বাতিল নিয়ে এখনও বিরোধী আক্রমণের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী ও কেন্দ্রকে। বিরোধীদের দাবি, নোট বাতিলের ফলে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে। সেই দিক দিয়ে মোদীর এদিনের মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নোট বাতিল, জিএসটি ও আর্থিক সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান মোদী। প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে প্রায় ১২০০টি মান্ধাতার আমলের আইন সংশোধন বা বাতিল করা হয়েছে। একইসঙ্গে, বিনিয়োগকারীরা যাতে ভারতে সহজে ব্যবসা করতে পারেন, তার জন্য প্রক্রিয়ার সরলীকরণ করা হয়েছে।