এক্সপ্লোর
Advertisement
প্রকাশ্যে পুরো মুখ ঢাকা বোরখা পরায় আইন করে নিষেধাজ্ঞা ডেনমার্কে, ভাঙলে জরিমানা
স্টকহোম: ডেনমার্কের পার্লামেন্টে আইন পাশ করে জনসমক্ষে ইসলামি রীতি মেনে পুরোপুরি মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করা হল। ইউরোপে সর্বশেষ ডেনমার্কই আইনি রাস্তায় এমন পদক্ষেপ করল।
অনুমোদিত আইনে বলা হয়েছে, প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক পরে জনসমক্ষে যে-ই বেরবেন, তাঁর জরিমানা হবে। আইনের পক্ষে ৭৫টি, বিপক্ষে ৩০টি ভোট পড়েছে। ১ আগস্ট থেকে চালু হবে নয়া আইন।
ডেনমার্কে বর্তমানে ক্ষমতায় রয়েছে মধ্য ও ডানপন্থীদের মিলিজুলি সরকার। তবে তাদের পেশ করা প্রস্তাবে সমর্থন জানিয়েছে সোস্যাল ডেমোক্র্যাটরা, চরম দক্ষিণপন্থী ড্যানিশ পিপলস পার্টি।
নয়া আইন মোতাবেক, জনসমক্ষে দুটো চোখ বাদ দিয়ে পুরোপুরি মুখ ঢেকে দেওয়া বোরখা বা নিকাব ব্যবহার করলে ১০০০ ক্রোনার (১৫৬ মার্কিন ডলার বা ১৩৪ ইউরো) জরিমানা হবে। বারবার আইন ভাঙলে শাস্তি হবে ১০ হাজার ক্রোনার ফাইন।
ডেনমার্কের ন্যয়বিচার মন্ত্রী সোরেন পেপ পলসেনকে গত ফেব্রুয়ারিতে উদ্ধৃত করে সেখানকার রিতাজু নিউজ এজেন্সি বলেছিল, আমার মনে হয় না, খুব বেশি মহিলা ডেনমার্কে বোরখা পরেন। তবে পরলে কিন্তু সাজা হিসাবে জরিমানা দিতে হবে।
ইউরোপের মানবাধিকার সংক্রান্ত কোর্ট গত বছর প্রকাশ্যে বোরখা পরার ওপর বেলজিয়ামে জারি হওয়া নিষেধাজ্ঞা বহাল রাখে।
ইউরোপের দেশগুলির মধ্যে প্রথম প্রকাশ্যে বোরখা বা নিকাব পরা নিষিদ্ধ করে ফ্রান্স। এ ব্যাপারে ২০১১ সালে আইন চালু করে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement