এক্সপ্লোর
ভারতে হেনস্থা করা হচ্ছে তাদের কূটনীতিকদের, অভিযোগ করল পাকিস্তান, হুমকি, ফিরিয়ে নেওয়া হবে

ইসলামাবাদ: ভারতে বাসরত পাক কূটনীতিক ও তাঁদের পরিবারকে দিল্লি উঠতে বসতে হেনস্থা করছে। অভিযোগ করল পাকিস্তান। সে দেশের সংবাদপত্র ডন এক কূটনীতিককে উদ্ধৃত করে দাবি করেছে, বিষয়টি তোলা হয়েছে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে, দিল্লিতে বিদেশ মন্ত্রককেও জানানো হয়েছে। রিপোর্টে বলছে, ইসলামাবাদ হুমকি দিয়েছে, যদি এই হেনস্থা বন্ধ না হয়, তবে তারা কূটনীতিকদের ভারত থেকে প্রত্যাহার করে নেবে। ইসলামাবাদের অভিযোগ, পাক ডেপুটি হাই কমিশনারের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার পথে বারবার আটকানো হয়, উত্যক্ত করা হয়। পাক কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদেরও জনসমক্ষে হেনস্থা করা হয় নিয়মিত। এমনকী দিল্লিতেও এক বরিষ্ঠ পাক কূটনীতিককে হেনস্থা সহ্য করতে হয়েছে, পাক হাই কমিশনের গাড়িতেই দেখা যাচ্ছে, বারবার দুর্ঘটনা ঘটছে। জঙ্গিদের স্বর্গ রাজ্য হয়ে ওঠার পরেও পাকিস্তান যেভাবে নিজেদের জঙ্গি হামলার শিকার হিসেবে বারবার তুলে ধরতে চায়, সে ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘে ইসলামাবাদকে তীব্র ভাষায় তিরস্কার করেছে দিল্লি। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে ভারতের সেকেন্ড সেক্রেটারি মিনি দেবী বর্মন বলেছেন, যে দেশ ওসামা বিন লাদেন ও মোল্লা ওমরের মত জঙ্গিদের খেতে পরতে দিয়েছে, তারাই আবার নিজেদের জঙ্গি হামলার শিকার বলছে কোন লজ্জায়! তার একদিন পরেই এই সংবাদপত্র রিপোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















