সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬৮ শিশু সহ ১২৬
বেইরুট: উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারাল শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৬৮ শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার উত্তর সিরিয়ার ফুয়া ও কাফরায়া শহরের উদ্বাস্তুদের একটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আলেপ্পোর পশ্চিমে বিদ্রোহী ঘাঁটি বলে পরিচিত রাশিদিনের ট্রানজিট পয়েন্টে একটি বাস থেকে তখন যাত্রীরা নামছিল। আচমকা এসে বাসটিতে ধাক্কা মারে ওই গাড়িটি। তারপরই ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর এলাকাটি কার্যত মৃত্যুপুরীতে পরিবর্তিত হয়। পুড়ে যাওয়া বাসটির ভেতর এদিক-ওদিক পড়েছিল যাত্রীদের জিনিসপত্র। গতকাল সকালে বিস্ফোরণের পর গোটা এলাকার রাস্তাটা মৃতদেহে ভরে যায়।
সম্প্রতি সেখানকার সরকার এবং স্থানীয় কিছু সংগঠনের মধ্যে একটি চুক্তি হয়। সেখানেই বলা হয় যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিরিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হবে। সেই চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে শুক্রবার সিরিয়ার উত্তরের শহর ফাউয়া থেকে ওই বাসটি যাত্রীদের নিয়ে যাচ্ছিল।
যারা ওই বাসে ছিল, তারা দীর্ঘদিন সেখানকার চরমপন্থী নেতাদের অধীনে কাটিয়েছে। প্রতিমুহূর্তে মৃত্যু ভয় নিয়ে তারা বেঁচে থাকত। জীবনযাপনের জন্যে প্রাথমিক কোনও জিনিস তারা ঠিক মতো পেত না। সেই মানুষগুলোরই প্রাণ গেল গতকালের আত্মঘাতী হামলায়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিস্ফোরণের পর গোটা এলাকাটা ধোঁয়া এবং যাত্রীদের আর্তনাদে ভরে গিয়েছিল। অনেকে অর্ধদগ্ধ অবস্থায় বাঁচার জন্যে করুণ আর্ত্তি জানাচ্ছিল।
ঘটনাস্থলে থেকে এখনও পর্যন্ত একশোর বেশি দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের তলায় আরও অনেক দেহ আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। শেষ খবর মেলা পর্যন্ত হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬। আহত আরও । এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।