জার্মানি পৌঁছলেন মোদী, বললেন সন্ত্রাসবাদ নির্মূলে অগ্রণী ভূমিকা নিক ইউরোপ
বার্লিন: সন্ত্রাসবাদকে মানবতার প্রধান শত্রু উল্লেখ করে নাশকতা মোকাবিলার যুদ্ধে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য সমগ্র ইউরোপকে আহ্বান করলেন নরেন্দ্র মোদী।
সোমবারই ৬ দিনের চারদেশীয় বিদেশ সফর পরিক্রমা শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রথম গন্তব্য জার্মানি। এদিন সন্ধ্যায় তিনি বার্লিনে পৌঁছন। তার আগে এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকার দিতে গিয়ে মোদী জানান, সন্ত্রাসবাদের হানায় ইউরোপ ভীষণ বাজে ভাবে ক্ষতিগ্রস্ত।
তিনি বলেন, আমাদের মনে হয়, বর্তমানে সন্ত্রাসবাদ হল মানবতার সবচেয়ে বড় শত্রু। সংযুক্ত রাষ্ট্রসংঘের নেতৃত্বে ইউরোপের উচিত নাশকতা মোকাবিলার যুদ্ধে অগ্রণী ভূমিকা নেওয়া।
সম্প্রতি, জার্মানি থেকে ফ্রান্স, ব্রিটেন ও সুইডেনে হানা দিয়েছে সন্ত্রাসবাদ। শেষ হামলা গত সপ্তাহে হয় ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে। যেখানে আত্মঘাতী হামলায় নিহত হন ২২ জন। সেই নিরিখে মোদীর এদিনের মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
[embed]https://twitter.com/narendramodi/status/869197563135741953[/embed]সন্ত্রাসবাদের পাশাপাশি, নাম না করে অভিবাসন-নীতি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের কড়াকড়ি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদী। জানিয়ে রাখেন, সংরক্ষণপন্থী ও অভিবাসন-বিরুদ্ধ ভাবাবেগ নিয়েও আমরা উদ্বিগ্ন। আশা করি, দ্রুত এর নিষ্পত্তি হবে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্তঃসম্পর্কযুক্ত দুনিয়ায় বসবাস করি। এক দেশ থেকে আরেকটি দেশে পণ্য থেকে শুরু করে মানুষের যাতায়াত পারস্পরিক উন্নতি এবং বিশ্বায়নের জন্য গুরুত্বপূর্ণ।