এক্সপ্লোর
করোনামুক্তির পথে অস্ট্রেলিয়া, গত ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা শূন্য
মঙ্গলবার অস্ট্রেলিয়ার দুজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দুজনেই ফিরেছিলেন বিদেশ থেকে।

সিডনি: নিউজিল্যান্ড করোনামুক্ত দেশ ঘোষিত হয়েছে। এবার আশার খবর তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়াকে নিয়েও। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে কারও সংক্রমণ হয়নি। সে দেশে করোনা সংক্রমণ ছড়ানোর পর এরকম ঘটনা এই প্রথমবার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার দুজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দুজনেই ফিরেছিলেন বিদেশ থেকে। নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা ওই দুই ব্যক্তিকে সিডনির একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের ৮০ শতাংশই ফিরেছেন বিদেশ থেকে। চলতি সপ্তাহে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন মাত্র সাতজন। যাঁদের মধ্যে ছজন ভিক্টোরিয়া ও একজন কুইন্সল্যান্ডের বাসিন্দা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















