এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
একাকীত্ব? সাবধান, হতে পারে হৃদরোগ
নয়াদিল্লি: মাঝে মাঝে একা থাকা অবশ্যই ভাল। কিন্তু একাকীত্ব নৈব নৈব চ। ক’দিন আগের এক সমীক্ষা জানাচ্ছে, যাঁরা একাকীত্বের শিকার বা সামাজিক বিচ্ছিন্নতায় ভোগেন, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্যদের থেকে ৩০ শতাংশের মত বেশি। যে কোনও সময় হতে পারে হার্ট অ্যাটাকও।
সমীক্ষাটি জানাচ্ছে, উদ্বেগ বা কাজের চাপ যেমন হৃদরোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত, তেমনভাবে একাকীত্বও সংকট ডেকে আনতে পারে। নিঃসঙ্গতা থেকে বাড়তে পারে রক্তচাপ। সেখান থেকে অকাল মৃত্যুর আশঙ্কা চিকিৎসকরা উড়িয়ে দিচ্ছেন না। তবে নিঃসঙ্গতা থেকে হৃদযন্ত্র কীভাবে আক্রান্ত হতে পারে, তা এখনও পরিষ্কার নয়। গবেষকরা অবশ্য জানাচ্ছেন, তাঁদের পরীক্ষা-নিরীক্ষা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই রোগের কার্যকারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা এখনই সম্ভব নয়। তবে তাঁদের বক্তব্য, সামাজিক বিচ্ছিন্নতার জেরে প্রথম বিশ্বের বহু নাগরিক অসুস্থতার শিকার। অনেকের মৃত্যুও হয়েছে। তাই একাকীত্ব দূর করতে পারলে হৃদরোগের অন্তত একটা দরজা বন্ধ করা যাবে বলে তাঁদের ধারণা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement