এক্সপ্লোর
Advertisement
মৃত্যুর আগে ৫৫ কোটি টাকার সম্পত্তি প্রতিবেশীদের নামে লিখে দিয়ে গেলেন জার্মান বৃদ্ধা!
জীবনে কখনও প্রতিবেশী এক বৃদ্ধাকে ভুলতে পারবেন না জার্মানির একটি জায়গার বাসিন্দারা। রিনেট ওয়েডেল মৃত্যুর আগে ভারতীয় মুদ্রায় তাঁর প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে দিয়ে গেলেন এক প্রতিবেশীদের নামে। সম্পত্তির উত্তরাধিকার প্রদানের পর ৮১ বছরের রিনেট প্রয়াত হয়েছেন।
বার্লিন: জীবনে কখনও প্রতিবেশী এক বৃদ্ধাকে ভুলতে পারবেন না জার্মানির একটি জায়গার বাসিন্দারা। রিনেট ওয়েডেল মৃত্যুর আগে ভারতীয় মুদ্রায় তাঁর প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে দিয়ে গেলেন এক প্রতিবেশীদের নামে। সম্পত্তির উত্তরাধিকার প্রদানের পর ৮১ বছরের রিনেট প্রয়াত হয়েছেন। হেস-এর ওয়েইপারফেল্ডেন জেলার ওয়াল্ডসলমসে ১৯৭৫ থেকেই স্বামী আলফ্রেড ওয়েডেলের সঙ্গে থাকতেন রিনেট। আলফ্রেড শেয়ার বাজারে লগ্নি করে মোটা অর্থ উপার্জন করেছিলেন। ২০১৪-তে স্বামীর মৃত্যুর পর রিনেট ফ্রাঙ্কফার্টের একটি নার্সি হোমে চলে এসেছিলেন। রিনেটের প্রকৃত উত্তরাধিকারী তাঁর বোন আগেই মারা গিয়েছেন।
২০১৯-এ মারা যান রিনেট। তাঁর প্রতিবেশীদের সম্পত্তি দান করার ঘটনা ২০২০-কে সামনে আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, রিনেট মৃত্যুর আগে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার ও মূল্যবান সম্পত্তির উত্তরাধিকার প্রতিবেশীদের নামে করেছেন। প্রতিবেশীদের ৭.৫ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তিতে অবাক হয়ে গিয়েছেন সরকারি আধিকারিকরাও। স্থানীয় মেয়র বলেছেন, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। ভাবছিলাম, এ কীভাবে সম্ভব।
বিপুল অর্থের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ায় প্রতিবেশীরা রিনেট-আলফ্রেড দম্পতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই বিপুল সম্পত্তির দায়িত্বপূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। একালার উন্নয়ন ও গোষ্ঠী কল্যাণে ব্যবহার করা হবে। মেয়র স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইকেল সওয়ারিদের জন্য রাস্তা, ভবন ও একটি কিন্ডারগার্টেন তৈরি করা হবে। এছাড়াও লোকজনের পরামর্শে আউটডোর পুল, গণ পরিবহণ ও শিশুদের সহায়তা কেন্দ্রের ব্যবস্থারও প্রস্তাব মিলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement