(Source: ECI/ABP News/ABP Majha)
লাহোরে গুরুদ্বারে হামলার ঘটনায় গ্রেফতার এক, সন্ত্রাস দমন আইনে মামলা
সেই আজহার মাশওয়ানি ট্যুইট করে ইমরানের গ্রেফতারির কথা জানিয়েছেন।
লাহোর: শুক্রবার লাহোরের নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনায় গ্রেফতার এক। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোমবার ইমরান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান পুলিশের একটি দল তৎপরতার সঙ্গে তদন্ত করছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। উল্লেখ্য, সোমবার পঞ্জাব সরকারের এক আধিকারিক যিনি মূলত ডিজিটাল মাধ্যমের দেখভাল করার দায়িত্বে, সেই আজহার মাশওয়ানি ট্যুইট করে ইমরানের গ্রেফতারির কথা জানিয়েছেন।
তিনি লেখেন, “নানকানা সাহিবের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নানকান থানায় মামলাও রুজু হয়েছে।” সন্ত্রাসদমন আইনেই ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছে। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আজহার।
The main culprit in #NankanaSahib incident Imran has been arrested
FIR # 6/2020 u/s 295A/290/291/341/506/148/ 149, 6 sound system /7ATA has been registered at Nanakan Police Station pic.twitter.com/v1LYzO7ACI — Azhar (@MashwaniAzhar) January 5, 2020
শিখ ধর্মগুরু নানকের জন্মস্থান লাহোরের নানকানা সাহিবে হামলা ও পাথরবৃষ্টির ঘটনার পর থেকেই সমালোচনায় সরব হয় ভারত। ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী খোদ ইমরান খানও এই ঘটনার নিন্দা করেন। এমন ঘটনা যে তাঁর সরকারের ভাবনার ‘পরিপন্থী’ এবং সরকার যে কোনও ভাবেই এমন ঘটনা সহ্য করবে না তা পরিষ্কার করে জানিয়ে দেন তিনি। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই গ্রেফতার নানকানা সাহিবের ঘটনায় মূল অভিযুক্ত ইমরান।