হাফিজ সঈদ আটক মামলায় ১৯ জুন রায় দেবে লাহৌর হাইকোর্ট
লাহৌর: জামাত উদ-দাওয়া প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ আটক মামলার রায় ১৯ জুন দেবে লাহৌর হাইকোর্ট।
এই মামলায় সঈদের আইনজীবীর সওয়াল এবং পাক পঞ্জাব প্রদেশের জবাব শোনার পর গত ৭ জুন রায় স্থগিত রেখেছিল বিচারপতি আব্দুল সামি খানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পঞ্জাব প্রদেশ তার জবাবে জানায়, দেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কার্যকলাপে জড়িত থাকার জন্য পাক সরকারের নির্দেশে হাফিজ সঈদ ও তার সহযোগীদের আটক করা হয়।
এই প্রেক্ষিতে বিচারবিভাগীয় রিভিউ বোর্ডের রিপোর্টও পেশ করা হয় আদালতে। যদিও, সঈদের আইনজীবীর দাবি, বোর্ডের সামনে সঈদদের পেশ করা হয়নি। সরকার জোর করে তাঁদের আটক করে রেখেছে। আইনজীবীর আরও দাবি, আমেরিকা ও ভারতকে সন্তুষ্ট করতেই হাফিজ সঈদকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি, সঈদ সহ পাঁচজনকে ৯০ দিন গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় নওয়াজ শরিফ প্রশাসন। গত ৩০ এপ্রিল সেই মেয়াদ আরও ৯০ দিনের জন্য বৃদ্ধি করা হয়।