জামাত-উদ –দাওয়ার মাথা নির্বাচিত হাফিজ সঈদের শ্যলক মক্কি
লাহোর: নিষিদ্ধ পাক জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়ার নেতৃত্বভার পেল গৃহবন্দি শীর্ষ নেতা হাফিজ সঈদের শ্যলক হাফিজ আব্দুল রহমান মক্কি।
সংগঠনের এক আধিকারিক এদিন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সরকারিভাবে জামাত-উদ-দাওয়ার (জেইউডি) মাথা নিযুক্ত হলেন মক্কি। বলেন, এখন থেকে সংগঠনের সব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি যোগ করেন, দীর্ঘদিন ধরে জেইউডি-র সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন মক্কি।
সম্প্রতি, পাক পঞ্জাব প্রদেশের নির্দেশে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে গৃহবন্দি করে রাখা হয়েছে। পঞ্জাব সরকারের মতে, তার বাসভবনটি এখন ছোটখাটো জেলে পরিণত। এদিন বাসভবন থেকেই হাফিজ দলের নিয়ন্ত্রণ করছেন কি না বলে ওই আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, গত ৩০ তারিখ থেকে সঈদ এবং জেইউডি ও ফালাহ-এ-ইনসানিয়ত (এফআইএফ)-এর চার নেতাকে ৯০ দিনের জন্য গৃহবন্দি করে রাখা হয়। দুই সংগঠনের একাধিক দফতর বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, সংগঠনগুলির ওপর নজরও রাখা হচ্ছে। হাফিজ সঈদ সহ ৩৭ জনের নাম এগজিট কন্ট্রোল লিস্টে রাখা হয়েছে, যাতে তারা দেশ ছাড়তে না পারে।
সঈদের গৃহবন্দির পরে লাহোরে একাধিক মিছিল করেন মক্কি। তার মাথার ওপর ২ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণাও করা হয়েছে। মক্কির নেতৃত্বে রাতারাতি জেইউডি-র নাম পাল্টে তেহরিক-আজাদি-জম্মু ও কাশ্মীর রাখা হয়।