NASA Image: ডাইনি নাকি? হ্যালোউইন উপলক্ষ্যে নাসার 'উইচ হেড নেবুলা'-র ছবিতে হইচই নেটদুনিয়ায়
Spooky Nebula Image:মহাকাশে ওটা কী? কেমন যেন রূপকথার ডাইনির মতো মুখের আদল! যেন ঘন কালো মহাকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র তরফেই এমন শিরোনাম দিয়ে একটি ছবি ট্যুইট করা হয়েছে হালে।
ওয়াশিংটন ডি.সি.: মহাকাশে (cosmos) ওটা কী? কেমন যেন রূপকথার ডাইনির (witch) মতো মুখের আদল! যেন ঘন কালো মহাকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে। মহাকাশেও ডাইনি আছে নাকি? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র (NASA) তরফেই এমন শিরোনাম দিয়ে একটি ছবি ট্যুইট করা হয়েছে হালে। তবে সঙ্গে স্পষ্ট লেখা, ডাইনি নয়। যার ছবি নিয়ে এত জল্পনা সে আসলে 'উইচ হেড নেবুলা' (witch head nebula)। নাসার WIDE FIELD SURVEY INFRARED EXPLORER বা সংক্ষেপে WISE তার ছবি তুলেছিল। হ্যালোউইন উপলক্ষ্যে সেই ছবিই একটু অন্য রকম ভাবে ট্যুইট করেছে নাসা।
কে তুমি রহস্যময়?
'নেবুলা' কী? মহাকাশবিজ্ঞানীদের মতে, এটি আসলে গ্য়াস ও ধুলোয় ভরা মেঘপুঞ্জ। বহু সময়ে রাতের আকাশে ছন্নছাড়া, ঝলমলে দাগ হিসেবে মনে হয় এদের। আবার তুলনায় উজ্জ্বলতর কোনও মহাজাগতিক বস্তু কাছে থাকলে এদের ঘন কালো ছায়া মনে হতে পারে। এরকমই একটি 'নেবুলা'-র ছবি ট্যুইট করেছে নাসা। তার আদল দেখে অনেকটাই কল্পনার ডাইনির মুখের কথা মনে হয়। সে জন্যই তার নাম হয়েছিল উইচ হেড নেবুলা। হ্যালোউইন উপলক্ষ্যে এই ছবি ট্যুইট করেছে NASA360। সঙ্গে আমাদের মনে ডাইনি বলতে যে চেনা কল্পনা তৈরি আসে, তারও একটি ছবি দিয়েছে। এর পর ক্যাপশন-'আমাদের পৃথিবীতে যে ডাইনির সঙ্গে শুনি তার সঙ্গে মহাকাশের এই ডাইনির লড়াই হলে কে জিতবে বলুন তো?' ট্যুইটটি হ্যালোউইন উপলক্ষ্যেই এভাবে করা হয়েছে, সেটিও স্পষ্ট মহাকাশ গবেষণা সংস্থার বক্তব্যে।
'উইচ হেড নেবুলা' নিয়ে...
যাকে নিয়ে এত হইচই, সেই নেবুলাটি কিন্তু পৃথিবী থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে রয়েছে। ওই মেঘপুঞ্জের মধ্যে কিছু নক্ষত্রও রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। তুলনামূলকভাবে যে নক্ষত্রগুলির বয়স কম, তাদের আলোকিত করছে 'প্রাপ্তবয়স্ক' নক্ষত্ররা। সেই আলো মেঘপুঞ্জের মধ্যে থাকা ধুলোয় আঘাত হানলে ইনফ্রারেড আলোর বিচ্ছুরণ হচ্ছে। সেই আলো-ই ধরা পড়েছে নাসার WIDE FIELD SURVEY INFRARED EXPLORER বা সংক্ষেপে WISE-এ। আপাতত সেই ছবি নিয়েই হাসির ও উৎসাহের জোয়ার নেটদুনিয়ায়। তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যালোউইন উপলক্ষ্যে মহাজাগতিক বেশ কিছু দুরন্ত ছবি ট্যুইট করে চলেছে নাসা। তার মধ্যে রয়েছে 'পাম্পকিন সান'-র ছবিও। প্রতিটি ক্ষেত্রেই ভৌতিক আবহ তৈরি করেও আসলে মহাজাগতিক নানা ঘটনার কথাই বলতে চেয়েছে তারা।
আরও পড়ুন:আমার শরীর দিচ্ছে না', পার্থর আবেদন খারিজ আদালতে, বাড়ল জেল হেফাজতের মেয়াদ