এক্সপ্লোর
দেখুন ভিডিও: কীভাবে মাঝসমুদ্রে ভেসে যাওয়া দুটি হাতিকে উদ্ধার করল শ্রীলঙ্কার নৌসেনা

কলম্বো: গতকাল মাঝসমুদ্রে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া দুটি হাতিকে উদ্ধার করল শ্রীলঙ্কার নৌসেনা। উদ্ধারের কাজে ব্যবহার করা হয় দড়ি, এক ঝাঁক নৌকা। সেইসঙ্গে ছিলেন নৌবাহিনীর ডাইভাররাও। নৌবাহিনী জানিয়েছে, এই উদ্ধারের কাজ আদৌ সহজ ছিল না। প্রচণ্ড চেষ্টার পর হাতি দুটিকে মাঝসমুদ্র থেকে ডাঙার দিকে নিয়ে আসা সম্ভব হয়। এই ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে সমুদ্রের জলে ভাসছে দুটি হাতি। কোনওরকমে শুঁড় তুলে রেখে নিঃশ্বাস নিচ্ছে তারা। নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপদে তীরে নিয়ে এসে দুটি হাতিকে ত্রিঙ্কোমালি জেলার ফাউল পয়েন্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। নৌবাহিনী আরও বলেছে, সঠিক সময়ে টহলদারি দলের চোখে পড়ায় ওই দুটি হাতিকে বাঁচানো সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে দলটি অন্যান্য নৌকাকে হাতি দুটিকে উদ্ধারের জন্য ডেকে আনে। দুই সপ্তাহ আগেইএকই এলাকায় সমুদ্রের আট কিলোমিটার দূরে ভেসে যাওয়া একটি হাতিকে উদ্ধার করা হয়েছিল। নৌ আধিকারিকরা জানিয়েছেন, অগভীর জলা পেরিয়েই সম্ভবত সমুদ্রে পড়ে গিয়েছিল ওই হাতিগুলি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















