এক্সপ্লোর
Advertisement
পাক-আফগান সীমান্তে মার্কিন হানায় মৃত্যু বহু আইএস জঙ্গির, দাবি আফগান আধিকারিকদের
জালালাবাদ: পাকিস্তান-আফগান সীমান্তে আইএস ঘাঁটিতে সবচেয়ে বড় মার্কিন হানা, পড়ল ৩০ ফুট লম্বা, ১১ টনের 'মাদার অব অল বম্ব'। মৃত্যু হয়েছে ৩৬ জন আইএস জঙ্গির, দাবি আফগান আধিকারিকদের। যদিও আধিকারিকদের দাবি, এই হামলায় কোনও সাধারণ মানুষের মৃত্যু হয়নি।
গতকাল সিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব বা 'মাদার অফ অল বম্ব' নিয়ে মার্কিন সেনারা নানগারহার প্রদেশের আচিন জেলার আইএস জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় (কে দায়েশ) আইএস জঙ্গিদের গোপন ডেরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে একটি সুরঙ্গপথেরও। মৃত্যু হয়েছে ৩৬ জন আইএস জঙ্গির।
এই অভিযানকে মার্কিন সেনার অন্যতম সফল অভিযান বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের প্রেসিডেন্টের অফিস সূত্রে খবর, সাধারণ মানুষের যাতে এই হামলায় ক্ষতি না হয়ে, তার জন্যে সবধরনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
বিশাল এই অপারমানবিক বোমাটি এমসি-১৩০ নামের এক বিমানের সাহায্যে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। মাদার অফ অল বম্ব, এই প্রথম নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হল, দাবি বায়ুসেনার মুখপাত্র কর্নেল প্যাট রাইডারের।
অচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি জানিয়েছেন, এই বৃহত্ বোমাটি আচিন জেলার মোমান্দ এলাকায় নামানো হয়েছিল। গর্ভনরের দেখা এখনও পর্যন্ত সবচেয়ে ধ্বংসাত্মক বিস্ফোরণ। সারা এলাকা আগুনের ঝলসানিতে ভরে গিয়েছিল। এই ঘটনা সম্পর্কে তিনি বিশেষ না বলতে চাইলেও, শুধু জানিয়েছেন যেহেতু ওই এলাকায় আইএস দায়েশ সংগঠনের জঙ্গিরা বেশি থাকে, তাই ধরে নেওয়া হয়েছে বেশ কিছু দায়েশ যোদ্ধরাই মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সীমান্ত ঘেঁসা নানগারহার এলাকাটি আইএসদের ঘাঁটি হিসেবেই পরিচিত। এরআগে মার্কিন সেনারা ওই এলাকায় বহুবার আকাশপথে হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, সিরিয়া এবং ইরাকে আতঙ্ক সৃষ্টির পর গত কয়েক বছরে আফগানিস্তানে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছিল আইএস জঙ্গি সংগঠন। মূলত আফগান তালিবান এবং উজবেকিস্তানের কিছু বাসিন্দার কট্টর সমর্থনও ছিল। কিন্তু বেশ কয়েক মাস ধরে মার্কিন সেনাবাহিনীর আকাশপথে আক্রমণ ও আফগান সেনার স্থলপথে হামলার মোকাবিলায় এখানে দুর্বল হয়ে পড়ছিল আইএস-এর কার্যকলাপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement