এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় হারিয়ে যাওয়া ভারতীয় শিশুকন্যার জন্য প্রার্থনায় কয়েকশো মানুষ
হিউস্টন: জন্মের দেড় বছরের মাথায় বাবা মা রাস্তায় ফেলে গিয়েছিল তাকে। সুদূর আমেরিকায় পালিত কন্যা হিসেবে ঠাঁই পেলেও বেশিদিন সেই আশ্রয়ও তার সইল না। রাত তিনটেয় পালক পিতা বার করে দিলেন বাড়ি থেকে। তখন থেকেই নিখোঁজ ৩ বছরের শেরিন ম্যাথুজ। দুর্ভাগা মেয়েটির নিরাপদ প্রত্যাবর্তন চেয়ে আমেরিকার বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ প্রার্থনায় বসলেন আজ।
২ সপ্তাহ হয়ে গিয়েছে ঘরে ফেরেনি শেরিন। টেক্সাসের রিচার্ডসন শহরে পালক পিতা ওয়েসলি ম্যাথুজ দুধ না খাওয়ার অজুহাত দেখিয়ে রাত তিনটের সময় বাড়ি থেকে বার করে দেন তাকে। ওয়েসলিকে গ্রেফতার করা হয়, পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি।
কিন্তু কোথায় গেল মেয়েটি। এখনও তার সন্ধান পায়নি রিচার্ডসন শহরের পুলিশ। পালক বাবা মাও ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের বাড়ি থেকে সেলফোন, ল্যাপটপ, ওয়াশার, ড্রায়ার সহ ৫০টির মত জিনিস বাজেয়াপ্ত করেছে এফবিআই। কিন্তু বিহারের নালন্দার এক অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া শেরিনের খোঁজ মেলেনি।
আজ তার নিরাপদে ফিরে আসার কামনায় এক প্রার্থনাসভার আয়োজন করা হয়। পুরোহিত ম্যাথুজদের বাড়ির সামনে একটি সাইন রেখে আসেন, যাতে লেখা ছিল, টেল দ্য ট্রুথ। অন্যদের হাতের সাইনে ছিল স্টপ হাইডিং, ব্রিং হার পিস ইত্যাদি। পুলিশ প্রথম থেকেই অভিযোগ করেছে, ম্যাথুজ দম্পতি কিছু গোপন করার চেষ্টা করছেন, তাঁরা সত্যি বলছেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement