এক্সপ্লোর
আমি লস্কর ও হাফিজ সইদের বড় সমর্থক, বললেন মুশারফ

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করতে গিয়ে প্রকাশ্যে মুম্বই হামলার মূলচক্রী হাফিদ সইদকে সমর্থন করতে কসুর করলেন না পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। পাক সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল মুশারফ বলেছেন, তিনি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার বড় সমর্থক এবং জামাত-উদ-দাওয়ার মাথা হাফিজকে তিনি পছন্দ। একটি প্রশ্নের উত্তরে মুশারফ জানিয়েছেন, তিনি হাফিজের সঙ্গে দেখাও করেছিলেন। মুশারফ আরও বলেছেন, তিনি লস্কর ও জামাতকে পছন্দ করেন। ওই দুই সংগঠনও তাঁকে পছন্দ করে। পাকিস্তান যে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত দেয়, তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, তাঁরা কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে কাজকর্মে সর্বদাই সমর্থন করেন। এক্ষেত্রে লস্কর সবচেয়ে বড় শক্তি। আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভারত লস্করকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে পেরেছে বলে মন্তব্য করে মুশারফ বলেছেন, কাশ্মীরে সক্রিয় রয়েছে লস্কর। উল্লেখ্য, মুম্বই হামলার বর্ষপূর্তির চারদিন আগে পাকিস্তান হাফিজকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিয়েছে। শুধু ভারতই নয়, আমেরিকাও পাকিস্তানের এই নির্লজ্জ কাজের তীব্র নিন্দা করেছে। ফ্রান্সও এ ব্যাপারে ক্ষোভের কথা পাকিস্তানকে জানিয়েছে। হাফিজের সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। হাফিজকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে। তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















