এক্সপ্লোর
Advertisement
'সুইটি', 'হানি' বলে ডাকাকে ঘৃণা করি: ইন্দ্রা নুয়ি
নিউইয়র্ক: সমাজ হোক, বা চাকরি ক্ষেত্র সবক্ষেত্রে সমান অধিকার থাকা উচিত মেয়েদের, এমনই মন্তব্য করেন ‘পেপসি’ সংস্থার সিইও ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়ি। তিনি বলেন, মেয়েদের ‘সুইটি’, ‘হানি’-এই ধরণের শব্দে ডাকা একেবারেই উচিত নয়। মেয়েদের এই ধরণের শব্দে ডাকাকে ঘৃণা করেন বলে জানিয়েছেন নুয়ি।
বিশ্বে শিল্প-বাণিজ্য ক্ষেত্রে এই মুহূর্তে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম নুয়ি বলেন, একজন নারীকে সমাজে বহু ভূমিকা পালন করতে হয়। সন্তানের জন্ম দেওয়া, তার প্রতিপালন, পরিবার-কর্মক্ষেত্র সব দিকই সমান ভাবে সামলাতে হয়। তাই নারীদের সমাজে সমানাধিকার ভীষণই প্রয়োজন।
‘উইমেন ইন দ্য ওয়ার্ল্ড সামিট’ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘হানি’, ‘সুইটি’, ‘বেবে’-এই ধরণের শব্দে মেয়েদের ডাকার বিষয়টিকেও ঘৃণার চোখে দেখেন তিনি। নুয়ি বলেন, মেয়েদের এই ধরণের শব্দে না ডেকে তাঁদের মানুষ হিসেবে ভাবা উচিত। এই মানসিকতা বদলাতে হবে।
নুয়ি আরও বলেন, বহু বছর ধরেই মহিলারা সমান অধিকারের জন্য লড়ছে। কর্মক্ষেত্রেও এখনও পুরুষ ও নারীদের মধ্যে বৈষম্য রয়েছে। কর্মক্ষেত্রে তাই এই সমতা আনার লড়াই চলিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, কাজের জগতে মেয়েরাই মেয়েদের সাহায্য করে না। তাঁদের মধ্যে একাত্বতা আনা ভীষণই প্রয়োজন। মেয়েদের প্রয়োজনে মেয়েদেরই এগিয়ে আসতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement