সন্ত্রাসদমনে সহযোগিতা বৃদ্ধিতে নতুন চুক্তি স্বাক্ষর করল ভারত, রাশিয়া
মস্কো: সন্ত্রাসদমনে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল ভারত ও রাশিয়া।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও রুশ অভ্যন্তরীণ মন্ত্রী ভ্লাদিমির কলোকলসেভের মধ্যে বৈঠক শেষে দুই মন্ত্রীর উপস্থিতিতে সোমবার যে কোনও ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সহযোগিতার জন্য দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি।
নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি যে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তা স্বীকার করে নেয় দুপক্ষই। সেই লক্ষ্যেই সন্ত্রাসবাদ, চরমপন্থা ও কট্টরপন্থার মোকাবিলায় সহযোগিতাকে আরও সুদৃঢ় করতেই এই চুক্তি বলে জানিয়েছে উভয় দেশই।
এদিন বিদেশমন্ত্রকের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে—বৈঠকে দুপক্ষই স্বীকার করে নেয় যে, ভাল বা খারাপ সন্ত্রাসবাদী বলে কিছু হয়না। ফলে, যৌথভাবে সার্বিক সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত। বলা হয়েছে, ১৯৯৩ সালে স্বাক্ষরিত হওয়া পুরনো চুক্তির জায়গায় কার্যকর হবে নতুন চুক্তি। এর ফলে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও মজবুত ও গভীর হবে।
সন্ত্রাসবাদের পাশাপাশি, মাদকের বিপদের মোকাবিলা করতেও এদিন একটি যৌথ অ্যাকশন প্ল্যান স্বাক্ষরিত হয়। মাদকের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য আইনি সংস্থান রাখা হয়েছে সেখানে। এছাড়া, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অপরাধ, জালনোট, অবৈধভাবে মাদক ও মানব পাচার, অর্থনৈতিক অপরাধ, সাংস্কৃতিক অপরাধ ও মেধাসত্ত্ব সংক্রান্ত অপরাধ যৌথ উপায়ে মোকাবিলা করতেও এদিন অঙ্গীকারবদ্ধ হয়েছে দুই দেশ।