বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যাবতীয় বাধা আন্তরিকতার সঙ্গে সমাধান করবে ভারত: সুষমা
ঢাকা: বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যাবতীয় বাধা আন্তরিকতার সঙ্গেই সমাধান করবে ভারত। ঢাকাকে এমনই আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
বাংলাদেশ সফরের শেষদিনে ঢাকার বারিধারা কূটনৈতিক এনক্লেভে নতুন ভারতীয় হাই কমিশনের নথি বিভাগের উদ্বোধন করেন স্বরাজ। সম্প্রতি, গুলশন এলাকা থেকে এই নতুন জায়গায় স্থানান্তরিক হয়েছে ভারতীয় হাই কমিশনের দফতর।
সুষমা বলেন, প্রতিবেশীরা আগে নীতিতে বিশ্বাস করে ভারত। আর প্রতিবেশীদের তালিকায় প্রথমেই রয়েছে বাংলাদেশ। তিনি জানান, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বহুদূর এগিয়ে গিয়েছে।
সুষমা জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্ক দুর্দান্ত। উভয় দেশই সম্পর্কের মধ্যে থাকা যাবতীয় ফাঁকফোঁকড় ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সঠিক উদ্দেশ্যের’ মেজাজেই মোকাবিলা করছে।
এদিন বিশেষ কোনও ইস্যুর নাম না করলেও, দীর্ঘদিন ধরেই তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে দুদেশের মধ্য একটা চোরাস্রোত চলছে। তিনি আশ্বাস দেন, আমরা সকল বাধাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই সমাধান করব।
এদিনের অনুষ্ঠানে ভারতের সহায়তায় ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। এই প্রকল্পগুলি বাংলাদেশের ভৌগলিক বিস্তার, আর্থ-সামাজিক সুবিধা ও অগ্রাধিকার হিসেবে বাছাই করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, জল সরবরাহ এবং সমাজ কল্যাণের উন্নয়নে প্রকল্পগুলি গড়ে উঠছে।