এক্সপ্লোর
অভিবাসন সংক্রান্ত তথ্য না থাকায় মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয়, হেফাজতে থাকাকালে মৃত্যু
![অভিবাসন সংক্রান্ত তথ্য না থাকায় মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয়, হেফাজতে থাকাকালে মৃত্যু Indian Detained At Us Airport For Not Having Documents Dies In Custody অভিবাসন সংক্রান্ত তথ্য না থাকায় মার্কিন বিমানবন্দরে আটক ভারতীয়, হেফাজতে থাকাকালে মৃত্যু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/19092932/atlanta-airport.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউ ইয়র্ক: অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে না থাকায় গত সপ্তাহে ৫৮ বছর বয়সি এক ভারতীয়কে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা বিমানবন্দরের কর্মীরা। তাঁকে হেফাজতে নেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সেই ব্যক্তি। অ্যাটলান্টা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গত ১০ মে ইকুয়েডর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে এসে পৌঁছন ওই ব্যক্তি।
মার্কিন কাস্টম এবং বর্ডার প্রোটেকশন দফতর ওই ভারতীয়কে বিমানবন্দরেই আটক করে, কারণ, তাঁর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে ছিল না। একথা জানিয়েছে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট দফতর।
আইসিই-র হেফাজতে দুদিন থাকার পর শনিবার ওই ব্যক্তির রক্তচাপ পরীক্ষা করছিলেন সেখানকারই এক নার্স। নার্সই লক্ষ্য করেন সেই ব্যক্তির নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আইসিই-র তরফে জানানো হয়েছে, তারা তাদের হেফাজতে নেওয়া প্রত্যেক ব্যক্তির শারীরিক সুস্থতার ওপর বিশেষ নজর রাখে। এই ঘটনারও পূঙ্খানুপূঙ্খ তদন্ত করে দেখার অশ্বাস দিয়েছে আইসিই। ভারতীয় দূতাবাসকেও পটেল নামের সেই ব্যক্তির মৃত্যু খবর জানানো হয়েছে। দূতাবাসের তরফে ওই ভদ্রলোকের পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। পটেল হলেন অষ্টম ব্যক্তি, যাঁর আইসিই-র হেফাতজে থাকাকালে মৃত্যু হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)