এক্সপ্লোর
Advertisement
মাল্যকে দেখেই লন্ডনের অনুষ্ঠান ছেড়ে চলে যান ভারতীয় হাইকমিশনার! বিতর্কের জবাবে সরকার
লন্ডন: ব্যাঙ্কঋণ শোধ না করে লন্ডন চলে যাওয়া বিজয় মাল্যের সঙ্গে একই অনুষ্ঠানে ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার নভতেজ সরনা!
অচল বিমান সংস্থা কিংফিশার-এর মালিক মাল্য বেআইনি আর্থিক লেনদেন মামলায় ঘোষিত অপরাধী তকমা পেয়েছেন। কিন্তু বৃহস্পতিবার লন্ডন স্কুল অব ইকনমিক্স-এ লেখক-ভাষ্যকার সুহেল শেঠের বইয়ের আনু্ষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় তাঁকে। সেই অনুষ্ঠান কক্ষে ছিলেন ভারতীয় হাইকমিশনারও। বিশেষ আমন্ত্রিতদের মধ্যে ছিলেন তিনি। একই ঘরে মাল্য ও সরনার ছবি বিভিন্ন টিভি চ্যানেলের সম্প্রচারিত হওয়ার পর দেশে শোরগোল হচ্ছে এই প্রশ্নে যে, যাঁকে হাতে পেতে চাইছে ভারতের তদন্ত এজেন্সিগুলি, সেই মাল্যের সঙ্গে একই অনুষ্ঠানে কী করে থাকেন সরনা!
যদিও সরনার উপস্থিতিকে লঘু করে দেখানো হচ্ছে। ট্যুইট করে সুহেল দাবি করেন, মাল্যকে আলাদা করে লন্ডন স্কুল অব ইকনমিক্স-এর অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। সেখানে খোলা আমন্ত্রণ ছিল সবার জন্যই। যে কেউ ওখানে আসতে পারতেন।
বিতর্ক সামলাতে বিদেশমন্ত্রকও বিবৃতি দিয়ে বলেছে, দর্শকাসনে মাল্যকে দেখা মাত্র নিজের বক্তব্য জানিয়েই মঞ্চ ছেড়ে নেমে বেরিয়ে যান সরনা। তিনি প্রশ্নোত্তর পর্বের জন্য আর অপেক্ষা করেননি। বিদেশমন্ত্রক এও বলেছে, দুটি আলাদা অনুষ্ঠান ছিল। একটি লন্ডন স্কুল অব ইকনমিক্স-এ ব্রিটেনের মন্ত্রী জো জনসনের হাত দিয়ে বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ও আলোচনা। অপরটি বাছাই করা অতিথিদের নিয়ে ভারতীয় হাই কমিশনের রিসেপশন। স্কুল অব ইকনমিক্স-এ আমন্ত্রিতদের তালিকা ঠিক করেছে তাদের কর্তৃপক্ষ। তারা হাই কমিশনারকে লিখিত ভাবে জানিয়েছিল, তাদের অতিথি তালিকায় মাল্যর নাম নেই। তারা এও জানিয়েছে, অনুষ্ঠানের ব্যাপারে সোস্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়েছিল। যাঁরা আসবেন, তাঁদের আগাম নাম নথিভুক্ত করার ব্যাপারও ছিল না। মাল্য অবশ্যই হাই কমিশনের অনুষ্ঠানে আমন্ত্রিত হননি। তিনি ছিলেনও না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement