এক্সপ্লোর
Advertisement
দুবাইয়ে সাড়ে ছ’কোটির টাকার বেশি লটারি জিতলেন ভারতীয় ইলেকট্রিসিয়ান
দুবাই: মুহূর্তে কোটি কোটিপতি হয়ে গেলেন দুবাইয়ে কর্মরত ভারতীয় ইলেকট্রিসিয়ান ধনীশ কোঠারামবন। দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রজ-এ ৬,৫১,৫৫,০০০ টাকার লটারি জিতেছেন তিনি।
২৫ বছরের ধনীশ দুবাইয়ে আছেন বছরদেড়েক। তিনি ছাড়াও এই লটারিতে আর একজন কোটিপতি হয়েছেন, তিনি জর্ডনের বাসিন্দা। ১০ লক্ষ মার্কিন ডলার জিতেছেন তিনি।
সপ্তাহকয়েক আগে ছুটিতে কেরালা আসার পথে ধনীশ এই লটারির টিকিট কাটেন। তিনি জানিয়েছেন, এত অল্প বয়সে এত টাকা জিততে পারবেন বলে তাঁর কোনও ধারণাই ছিল না। যখন লটারি সংস্থা থেকে তাঁকে ফোন করে এ ব্যাপারে জানায়, তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন।
আর জর্ডনের লটারিজয়ী বাসিন্দাটি জানিয়েছেন, বিয়ের পর এটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত।
এর আগে জানুয়ারিতে কেরলেরই আর এক বাসিন্দা আবু ধাবিতে লটারিতে প্রায় ২০ কোটি টাকা জেতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement