এক্সপ্লোর
Advertisement
গত বছর ইয়েমেনে আইসিস-এর হাতে অপহৃত কেরলের ধর্মযাজক উদ্ধার, জানালেন বিদেশমন্ত্রী
নয়াদিল্লি: কেরলের খ্রিস্টান ধর্মযাজক ফাদার টম উঝুন্নানিল, যাঁকে ইয়েমেনের এডেন শহর থেকে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা অপহরণ করে বলে অভিযোগ, শেষ পর্যন্ত উদ্ধার হলেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইটে ঘোষণা করেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, ফাদারকে মুক্ত করা হয়েছে।
ফাদার উঝুন্নানিলকে ছাড়ানোর ব্যাপারে ভারত কোনও চেষ্টাই বাকি রাখবে না বলে চলতি বছরের গোড়ায় জানিয়েছিলেন বিদেশমন্ত্রী। সংবাদ সংস্থা এএফপি-র খবর, ইয়েমেনের নানা পক্ষের সঙ্গে বোঝাপড়া করে ক্যাথলিক ধর্মযাজক ফাদার টমকে নিরাপদে ছাড়িয়ে এনেছে ওমান। তাঁকে মাস্কাটে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তিনি কেরল নিজের বাড়ি ফিরবেন বলে জানিয়েছে ওমান অবজারভার।
I am happy to inform that Father Tom Uzhunnalil has been rescued.pic.twitter.com/FwAYoTkbj2
— Sushma Swaraj (@SushmaSwaraj) September 12, 2017
মুক্তি পেয়ে ফাদার টম সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন বলে খবর সরকার নিয়ন্ত্রিত ওমান নিউজ এজেন্সি। কোট্টায়ামের রমাপুরমের বাসিন্দা এই ফাদার এডেনে মিশনারিজ অব চ্যারিটি সংস্থার বয়স্কদের হোমে সেবামূলক কাজ করতেন। গত বছর ৩ মার্চ সেখানে আইসিস হামলা করে। অন্তত ১৫ জন হামলায় প্রাণ হারায়। ফাদারকে আইসিস সন্ত্রাসবাদীরা অপহরণ করে বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement