এক্সপ্লোর
এমটিসিআরে ভারত: পরমাণু অস্ত্রপ্রসার রোধ গতি পাবে, বলল মার্কিন যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন: মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির ফলে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রপ্রসার রোধের প্রক্রিয়া আরও গতি পাবে বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডু জানান, এমটিসিআর-এর বাকি সদস্যদের সামনে ভারত দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্রপ্রসার রোধের সঠিক উদাহরণ মেলে ধরেছে। পাশাপাশি, অস্ত্র রফতানির ক্ষেত্রে ভারত কঠোরভাবে আইন মোতাবেক সব দিক নিয়ন্ত্রণ করে চলে। যা এমটিসিআর-এর নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
এক কথায়, এমটিসিআর গোষ্ঠীতে যোগ দেওয়ার সকল শর্ত পূরণ করেছে ভারত। আর ঠিক সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ এমটিসিআর-এর সকল ৩৪টি বর্তমান সদস্য ভারতকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। সকলেই একমত যে, ভারতের অন্তর্ভুক্তি বিশ্বে পরমাণু অস্ত্রপ্রসার রোধের যে প্রয়াস চলছে, তা আরও শক্তিশালী হবে।
পাশাপাশি, মার্কিন বিদেশ দফতরের থেকে একটি পৃথক বিবৃতির মাধ্যমে ভারতকে গোষ্ঠীর তরফে স্বাগত জানানো হয়। সেখানে বলা হয়, ভারতের হাতে প্রভুত পরিমাণে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। তবে, একইসঙ্গে দুর্দান্ত প্রসার রোধ এবং রফতানি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে। ভারতের অন্তর্ভুক্তি গোষ্ঠীর লক্ষ্যকে আরও নিখুঁত করবে।
বিবৃতিতে ভারতকে গুরুত্বপূর্ণ অস্ত্র প্রসার রোধের অংশীদার হিসেবে উল্লেখ করে আরও জানানো হয়, নতুন সদস্য ভারতের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে এমটিসিআর। প্রসঙ্গত, এমটিসিআর হল একটি স্বেচ্ছামূলক গোষ্ঠী, যারা বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রসারের অশনি সঙ্কেতকে কমাতে চায়। যে মিসাইল, রকেট এবং চালকবিহীন বিমান (আনম্যানড এরিয়াল ভেহিকল বা ইউএভি)-গুলির মাধ্যমে মারণাস্ত্র নিক্ষেপ করা যায়, সেই প্রযুক্তি হস্তান্তর নিয়ন্ত্রণ করাই হল এই গোষ্ঠীর মূল লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement