এক্সপ্লোর
ইন্দোনেশিয়ায় ২৩ ফুটের পাইথনের পেটে মহিলার দেহ

মাকাসার: ৫৪ বছরের এক মহিলাকে গিলে ফেলেছিল ২৩ ফুট লম্বা পাইথনটি। কেউ এই ঘটনার সাক্ষী না থাকলেও, স্থানীয় লোকজন সন্দেহ করেছিলেন, ওই মহিলাকে গিলে ফেলেছে পাইথন। সবাই মিলে বিশাল সাপটিকে মেরে ফেলেন। তার পেট কাটতেই বেরোয় ওই মহিলার দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের পার্সিয়াপান লাওয়েলা গ্রামে। স্থানীয় পুলিশ আধিকারিক হামকা জানিয়েছেন, ‘ওয়া তিবা নামে ওই মহিলাকে তাঁর ফসলের খেতেই গিলে ফেলেছিল পাইথনটি। বৃহস্পতিবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়দের পাশাপাশি প্রায় ১০০ জন গ্রামবাসী তল্লাশি শুরু করেন। সন্দেহ হওয়ায় শুক্রবার সকালে তাঁরা সাপটিকে মেরে ফেলেন। এরপর সাপটির পেট কাটতেই ওই মহিলার দেহ পাওয়া যায়।’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই মহিলাকে গিলে ফেলার পর এক জায়গায় সাপটি বিশ্রাম নিচ্ছিল। সেখান থেকে ৩০ মিটার দূরে ওই মহিলার চটি ও ফসল কাটার যন্ত্র পাওয়া যায়। ওই মহিলার ফসলের খেত একটি পাহাড়ি অঞ্চলে। সেখানে বেশ কয়েকটি গুহাও আছে। সেখানে অনেক সাপ আছে। গত বছরের মার্চে এক কৃষককে মেরে ফেলে একটি পাইথন। এবার ফের একই ঘটনা দেখা গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















