এক্সপ্লোর
Advertisement
ফুটবল খেলার সময় গালাগাল, খলিফার অপমানের অজুহাতে সাত বছরের শিশুকে হত্যা আইএস-এর
নয়াদিল্লি: ফের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বর্বরতার সাক্ষী থাকল সিরিয়া। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় সময় গালগাল দেওয়ার অভিযোগে সাত বছরের এক শিশুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল। যদিও এই অভিযোগ মিথ্যা বলেই জানা গিয়েছে। কিন্তু আইএস-এর নিজস্ব আদালতের বিচারে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনও রায়ের অস্তিত্ব নেই। তাই খলিফার অপমানের অজুহাতে শিশুটিকেও রেহাই দেওয়া হল না।
নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে সিরিয়ার রাকা শহরে। গত সোমবার মুয়াজ হাসান নামে ওই শিশুটি বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় এক আইএস জঙ্গি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সে হঠাৎ বলে, মুয়াজ খেলার সময় গালাগাল দিয়ে খলিফার অপমান করেছে। এরপর শিশুটিকে ধরে নিয়ে যাওয়া হয়। আইএস-এর বিচারসভায় মুয়াজের নামে মিথ্যা অভিযোগ করা হয়। বিচারে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।
মানুষ মারতে আইএস-এর দেরি হয় না। মুয়াজকে হত্যা করার ক্ষেত্রেও দেরি করেনি জঙ্গিরা। শিশুটিকে জনবহুল একটি জায়গায় টেনে গিয়ে যাওয়া হয়। এরপর ৭০০ মানুষের সামনে গুলি করে মারা হয় তাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement