এক্সপ্লোর
Advertisement
‘বিদায়ী ভাষণে’ ইরাকে হার স্বীকার আইএসআইএস প্রধান বাগদাগির
কায়রো: ইরাকে হারের কথা স্বীকার করে নিল নৃশংস জঙ্গি সংগঠন আইএসআইএস প্রধান আবু বকর আল-বাগদাদি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘বিদায়ী বক্তৃতা’য় বাগদাদি অ-আরবীয় যোদ্ধাদের বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেওয়া বা তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরাকি টিভি নেটওয়ার্ক আসসুমারিয়াকে উদ্ধৃত করে আল-আরবিয়া জানিয়েছে, স্বঘোষিত ‘খলিফা’ বাগদাদি গতকাল ‘বিদায়ী বক্তৃতা’ শিরোণামে একটি বিবৃতি আইএসআইআই-এর প্রচারক ও ধর্মগুরুদের মধ্যে বিলি করেছে। নিজেদের দখলে টিকে থাকা মসুলে আইএসআইএস-কে চেপে ধরেছে ইরাকি বাহিনী। এরপরই এই বিবৃতি জারি করেছে বাগদাদি।
নিনেভের ইরাক সরকারের গভর্নরেটের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, জঙ্গি সংগঠনের যোদ্ধাদের যে দফতরগুলি থেকে নিয়ন্ত্রণ করা হত , সেগুলি বন্ধ করে দিতে বলেছে বাগদাদি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতে বাগদাদি অ-আরবীয় নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেওয়া বা দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বাগদাগি এখন অবরুদ্ধ মসুলে রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।পূর্ব সিরিয়া ও উত্তর ইরাকের অধিকাংশ অঞ্চল দখলের পর ২০১৪-তে এই মসুলেই নিজেকে ‘খলিফা’ হিসেবে ঘোষণা করেছিল বাগদাদি।
ইরাক থেকে বহু আইএসআইএস যোদ্ধা এখন প্রতিবেশী সিরিয়ার তাদের দখলীকৃত অংশ চলে গিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ও মার্কিন সাহায্যপুষ্ট ইরাকি বাহিনী মসুল পুনর্দখলে বড়সড় অভিযান শুরু করে। জানুয়ারিতে ইরাকি বাহিনী মসুলের পূর্ব ভাগ দখল করে নেয়। এভাবে আইএসের দখলে থাকা শেষ ইরাকি শহরটি তাদের হাতছাড়া হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement