এক্সপ্লোর
টেডি বিয়ারের মাথা কেটে ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে নৃশংস হুমকি আইএসের
নয়াদিল্লি: জঙ্গি সংগঠন আইএসআইএসের ভয়াবহ নৃশংসতার কথা সবাই জানে। এবার উত্সব পালনের ক্ষেত্রেও ভয়ঙ্কর হুমকি দিল এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠী। মধ্যমুগীয় মানসিকতায় বিশ্বাসী আইএস ফের মুণ্ডুচ্ছেদের ছবি প্রকাশ করল। তবে এবার কোনও মানুষের নয়, প্রেমের প্রতীক টেডি বিয়ারকে দুই টুকরো করে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরোধিতা করল তারা।
আইএসের এক মৌলবী টেডি বিয়ারের গলা কেটে ভ্যালেন্টাইন্স ডে পালন করলে চরম ফল ভোগার হুমকি দিয়েছে। ইরানের একটি সংবাদপত্রে আইএসের ওই জঙ্গির উত্তর ইরাকের মসুলে একটি মসজিদের সামনে ধারালো ছুরি দিয়ে একটি লাল টেডি বিয়ারকে দুই টুকরো করার ছবি প্রকাশিত হয়েছে। ওই জঙ্গি হুমকি দেয়, এই ‘পাপ দিবস’ যারা পালন করবে তাদের এ রকমই পরিণতি হবে।
উল্লেখ্য, ভারতেও ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে বজরং দল ও শিবসেনার মতো সংগঠন প্রতিবাদ জানিয়েছে। ওই সংগঠনগুলি দেশের সংস্কৃতির ‘পশ্চিমীকরণের’ অভিযোগ তুলে সোচ্চার হয়েছে।
ছত্তিশগঢ় সরকার তো পড়ুয়াদের ‘ভারতীয় সংস্কৃতি’ শেখাতে ১৪ ফেব্রুয়ারি স্কুলে পিতামাতা দিবস পালনের ঘোষণা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement