এক্সপ্লোর
Advertisement
সৌদি আরবের নাগরিকত্ব পাচ্ছেন? অস্বীকার জাকির নায়েকের
মুম্বই: ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা এড়াতে সৌদি আরবের নাগরিক হয়েছেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক! পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমগুলির এমনই দাবি। শোনা যাচ্ছে, সৌদি আরবের রাজা সলমনই জাকিরকে নাগরিকত্ব দিয়েছেন। যদিও এই বিতর্কিত ধর্মপ্রচারক সৌদি আরবের নাগরিক হওয়ার খবর অস্বীকার করেছেন। তাঁর দাবি, সংবাদমাধ্যমে মিথ্যা খবর প্রচারিত হচ্ছে।
গত বছর ঢাকার একটি ক্যাফেতে জঙ্গি হামলার পরেই জাকির ও তাঁর সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়। ওই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের অনুপ্রাণিত করার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। গত বছরের নভেম্বরে জাকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর করে এনআইএ। গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে সৌদি আরবে পালান জাকির। তাঁকে গ্রেফতার করে দেশে আনার জন্য গত মাসে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারি করার অনুরোধ জানায় ভারত। এরপরেই জাকির সৌদি আরবের নাগরিক হয়েছেন বলে খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
জেলার
খবর
জেলার
Advertisement