Israel Palestine war Live : বিপর্যস্ত ইজরায়েল, চলছে হামাসের হানা, ক্রমশ বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা
Israel Palestine war Updates: ইজ়রায়েলের রাস্তা জুড়ে লাশের স্তূপ। ঘরে ঢুকে গিয়ে হত্যালীলা চালাচ্ছে হামাস জঙ্গিরা।
LIVE
Background
মুহুর্মুহু রকেট, মর্টার, বোমা, নৃশংস ধ্বংসলীলা। ছশো পেরলো নিহতের সংখ্যা। চলছে রক্ষক্ষয়ী যুদ্ধ ( Israel-Palestine conflict)। ইজ়রায়েলের ( Israel) রাস্তা জুড়ে লাশের স্তূপ। ঘরে ঢুকে গিয়ে হত্যালীলা চালাচ্ছে হামাস জঙ্গিরা। প্রকাশ্যে এসেছে একাধিক ন্যক্কারজনক ভাইরাল ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়়। বহু মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করছে হামাস। ছাড়া হচ্ছে না বিদেশিদেরও। হামাসের হামলার জেরে প্রাণ গিয়েছে ১০ নেপালি পড়ুয়ারও। হামাস জঙ্গিগোষ্ঠীর হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে নেপাল সরকার। (Nepal Government)
ইতিমধ্যেই কঠিন সময়ে ইজ়রালেয়ের পাশে থাকার কথা ঘোষণা করেছে ভারত। প্রধানমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে লেখেন লেখেন, “ইজ়রায়েলের উপর জঙ্গি আক্রমণ হওয়ার খবরে আমি হতবাক। নিরীহ যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজ়রায়েলের পাশে আছি।” ইজ়রায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। (Rishi Shaunak) অন্যদিকে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন ‘‘যুদ্ধে আমরাই জিতব।’’
জল-স্থল-আকাশ, তিনদিক থেকে ইজরায়েলের ওপর হামলা চালাচ্ছে প্যালেস্তেনীয় জঙ্গিগোষ্ঠী হামাস। এই হামলাকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নাম দেওয়া হয়েছে। পাল্টা অভিযান চালাচ্ছে ইজ়রায়েলের সেনাও। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আয়রন সোর্ডস’ । শেষ পাওয়া খবর অনুযায়ী হামাস-হানায় প্রাণ গিয়েছে ৭০০ ইজ়রায়েলের বাসিন্দার। পাল্টা হানায় নিহত হয়েছে ৪০০প্যালেস্তেনীয় জনতার।
Israel Palestien Conflict: 'বড় কিছু হতে চলেছে', ইজরায়েলকে বারবার সতর্ক করেছিল মিশর, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মিশরের গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছে, ইজরায়েলকে নাকি আগেভাগেই সতর্ক করা হয়েছিল যে কিছু বড় একটা ঘটতে চলেছে। বিগত ৫০ বছরে এমন হামলা দেখেনি ইজরায়েল। হামাস যে এমন ভয়ঙ্কর ভাবে হামলা করতে পারে নিঃসন্দেহে সাধারণ মানুষ তা দুঃস্বপ্নেও ভাবেননি।
Israel-Palestine conflict: বন্দিদের মেরে ফেলার হুমকি দিয়েছে হামাসের সশস্ত্র বাহিনী!
বন্দিদের মেরে ফেলার হুমকি দিয়েছে হামাসের সশস্ত্র বাহিনী। আগাম সতর্কতা ছাড়াই গাজা উপত্যকায় সাধারণ মানুষের বাড়ির উপর বোমা দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। অবিলম্বে এই কাজ বন্ধ না হলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে হামাস।
Israel War: ভূতের শহরে পরিণত হয়েছে জেরুজালেম, আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছেন প্যালেস্তানিরা
ইজরায়েলে হামলা চালিয়েছে হামাস। পাল্টা জবাব দিয়ে গাজা উপত্যকায় আঘাত হেনেছে ইজরায়েল। উভয়পক্ষের যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন ভূতের শহরে পরিণত হয়েছে জেরুজালেম। শহর ছেড়ে পালাচ্ছেন প্যালেস্তানিরা। শুনসান রাস্তাঘাট। সর্বত্র ছড়িয়ে রয়েছে আতঙ্কের পরিবেশ।
Israel-Palestine conflict: গাজা উপত্যকায় ইজরায়েলের 'সম্পূর্ণ অবরোধ', এই সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত রাষ্ট্রসংঘের প্রধান
ইজরায়েলে হামসা- র আচমকা হামলা। গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা ইজরায়েল সরকারের। বন্ধ বিদ্যুৎ, জল, খাবার এবং গ্যাস সরবরাহের পরিষেবা। প্রভাব পড়েছে প্রায় ২.৩ মিলিয়ন মানুষের উপর। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রধান জানিয়েছেন, তিনি গভীরভাবে ব্যথিত।
Israel War: ইজরায়েলকে যুদ্ধবিমান, রণতরী পাঠিয়েছে আমেরিকা
ইজরায়েলকে রণতরী এবং যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই ফাইটার জেট অর্থাৎ যুদ্ধবিমানবাহী রণতরী, অন্যান্য জাহাজ এবং জেট বিমান পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে ইজরায়েলের পশ্চিম উপকূলে নাকি নিরাপদে পৌঁছেও গিয়েছে মার্কিন জাহাজ। এই জাহাজে রয়েছে ৫টি ফাইটার জেট বা যুদ্ধবিমান।