এক্সপ্লোর
Advertisement
বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া ভারতীয় জিতলেন ১০ লক্ষ ডলার লটারি
দুবাই: কথায় বলে তুঙ্গে বৃহস্পতি! কয়েকদিন আগেই বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এবার কপাল খুলল লটারিতেও। কয়েকদিন আগে এমিরেটসের একটি বিমান দুবাই বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। বিমানটিতে আগুনও লেগে গিয়েছিল। ইকে ৫২১ বিমানের ৩০০ যাত্রীর মধ্যে একজন ছিলেন কেরলের মহম্মদ বশির খাদর। সেদিন কোনওক্রমে রক্ষা পান বিমানের যাত্রীরা।
এর ছয়দিন পর মঙ্গলবার বশিরের বিমান টিকিটের নম্বর ০৮৪৫ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্স এ-তে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিওনিয়ার-র ড্র-তে উঠে এল। এর ফলে বশির ১০ লক্ষ মার্কিন ডলার লটারি জিতে গেলেন। গাল্ফ নিউজে এ খবর জানানো হয়েছে।
তিরুঅনন্তপুরমে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার জন্য বশির ইদে বিমানের টিকিট কেটেছিলেন। দুবাইয়ে কার ডিলার গ্রুপের কর্মী রশিদ দেশে ফেরার সঙ্গে সঙ্গে লটারির টিকিট কেনাটা প্রায় অভ্যেসে পরিণত করে ফেলেছিলেন।
রশিদ বলেছেন, গত ৩৭ বছর ধরে এই কাজ তিনি করছেন। আগামী ডিসেম্বরেই তাঁর অবসর গ্রহণের কথা। তিনি বলেছেন, এই দেশটা আমার কাছে নিজের দেশের মতোই। আমি খুব সাধারণ জীবনযাপন করি। এখন আমার অবসরের সময় চলে এসেছে। বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে ফেরার পর মনে হয়েছিল, উপরওয়ালা আমাকে নতুন জীবন দিয়েছেন। এবার তো উপরওয়ালা এত ধনদৌলত আমাকে দিলেন।
এবার দেশে ফিরে এমন একটি কাজ করতে তিনি আগ্রহী, যার মাধ্যমে মানুষকে সাহায্য করা যায়। কেরলে যে সব শিশুর আর্থিক ও চিকিত্সা সংক্রান্ত সাহায্যের প্রয়োজন, তাদের প্রয়োজনীয় সাহায্য করতে চান রশিদ।
রশিদের এক ছেলে জন্মের ১৩ দিন পরেই পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। সেই ছেলের চিকিত্সার জন্য গত ২১ বছর ধরে তাঁকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। এমনকি, তাঁকে মোটা অঙ্কের অর্থ ধারও করতে হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement