এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বৃষ্টি-যানজট সত্ত্বেও ভারত সফর উপভোগ করেছেন কেরি, জানাল আমেরিকা
ওয়াশিংটন: বৃষ্টি-যানজটে ফেঁসে বহু কর্মকাণ্ড বাতিল করতে হলেও, সদ্যসমাপ্ত ভারত সফর ‘দুর্দান্ত’ উপভোগ করেছেন মার্কিন বিদেশসচিব জন কেরি। এমনটাই জানাল ওয়াশিংটন।
এদিন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কার্বি ভারতীয় নেতৃত্বের আতিথেয়তার প্রশংসা করে জানান, গত ২ দিনে ভারতের শীর্ষ নেতৃত্ব তাঁকে যতটা সময় দিয়েছেন, সেই সমর্থনের জন্য কেরি ভীষণই কৃতজ্ঞ।
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কার্বি বলেন, কিছু বৈঠক সময়মতো শুরু হয়নি বলে আপনারা এখন কূটনৈতিক লড়াই শুরু করতে চান, কিন্ত, তেমনটা হবে না।
ব্যাপক বৃষ্টির ফলে রাজধানী দিল্লির বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে, অনেক জায়গায় ঠিক সময়ে পৌঁছতে পারেননি কেরি। এমনকী, বৃষ্টির জেরে তার সফরসূচিতে থাকা বহু কর্মকাণ্ড বাতিল করতে হয়।
এদিন বিষয়টিকে লঘু করার চেষ্টা করেন কার্বি। বলেন, এখানে তো বৃষ্টি না হওয়া সত্ত্বেও অনেক সময় দেরি হয়। এমনকী, এই দফতরেও হয়।
কার্বি জানান, প্রকৃতির নিয়মে দেরি হয়েছে। এতে কারও কিছুই করার ছিল না। এমনকী, প্রধানমন্ত্রীরও কিছু করার নেই। আর প্রাকৃতিক দুর্যোগে দেরি যে হবে, এটা তো ধরে নেওয়াটাই স্বাভাবিক।
কিন্তু, সর্বোপরি, ভারতের রাজধানীতে দুদিন ভালই অতিক্রান্ত করেছেন কেরি। সেখানে ভারতীয় নেতৃত্বের সঙ্গে তাঁর সুষ্ঠুভাবেই বৈঠক হয়েছে। এটা নিয়ে কোনও দ্বিমত নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement