এক্সপ্লোর
Advertisement
অধিকৃত কাশ্মীরের কোটলিতে তুমুল বিক্ষোভ, নিশানায় পাক-সেনা, আইএসআই
মুজাফ্ফরাবাদ: কোটলির বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানি সেনা এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই(ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স)-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে চলেছে তারা। "পাকিস্তানি সেনা কাশ্মীরিদের খুনি", "কুকুররাও আইএসআই-এর থেকে বিশ্বস্ত"- এমনই সব স্লোগান তাঁদের গলায়। হাতে রয়েছে প্ল্যাকার্ড। পাক সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ কোটলির বাসিন্দাদের।
Kotli residents in Pakistan-occupied Kashmir (PoK) took to the streets to protest against atrocities committed by the Pakistan Army and ISI. pic.twitter.com/D5PWsIoh90
— ANI (@ANI_news) October 2, 2016
বিক্ষোভকারীদের এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে অনেকগুলি ঘটনা। পাক অধিকৃত ওই এলাকার বাসিন্দাদের প্রায়শই শিকার হতে হয় অত্যাচারের। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ভুয়ো এনকাউন্টার এসব তো রয়েছেই, সঙ্গে যে সমস্ত নেতারা পাকিস্তানের সঙ্গে থাকার বিপক্ষে, তাঁদের ওপর চলে নৃশংস নির্যাতন।
#WATCH: Kotli residents in PoK took to the streets to protest against atrocities committed by the Pakistan Army and the ISI. (Recent) pic.twitter.com/jxbnynWrsc
— ANI (@ANI_news) October 2, 2016
অল পার্টিজ ন্যাশানাল অ্যালায়েন্স(এপিএনএ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ১০০-র বেশি স্বাধীনতাপন্থী রাজনৈতিক সক্রিয়কর্মীকে গত দুবছরে প্রাণে মেরে ফেলেছে আইএসআই। তাঁদের মধ্যে রয়েছেন অন্যতম কাশ্মীরি জাতীয়তাবাদী নেতা এবং এপিএনএ-র চেয়ারম্যান আরিফ শাহিদ। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের জন্য তিনি সবসময় লড়াই করে গেছেন। পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তাঁকেও নৃশংসভাবে মেরে ফেলা হয়। ২০১৩-এ রাওয়লপিন্ডিতে নিজের বাড়ির বাইরে খুন করা হয় তাঁকে। তাঁর মৃত্যুর কোনও তদন্তও হয়নি। শাহিদের মৃত্যুর স্বাধীন তদন্তেরও দাবি করেছে কোটলির বিক্ষোভকারীরা।
ইউনাইটেড কাশ্মীর পিওপলস্ ন্যাশনাল পার্টির মুখপাত্র নাসির খান বলেন, কাশ্মীরের বাসিন্দাদের জন্য পাকিস্তানের বিন্দুমাত্র অনুভূতি নেই। ধর্মের নামে কৌশলী খেলা খেলে চলেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement