কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস: ফের ভারতের অনুরোধ খারিজ পাকিস্তানের
![কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস: ফের ভারতের অনুরোধ খারিজ পাকিস্তানের Kulbhushan Jadhav Case India Denied Consular Access Again কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস: ফের ভারতের অনুরোধ খারিজ পাকিস্তানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/11142121/kulbhushan-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: কুলভূষণ যাদবকে কনস্যুলার অ্যাকসেস দিতে ফের অস্বীকার করল পাকিস্তান। গতকাল পারস্পরিক জেলবন্দি তালিকা বিনিময় করার সময় কুলভূষণকে পূর্ণ কনস্যুলার অ্যাকসেস দেওয়ার অনুরোধ করে ভারত। কিন্তু, পাকিস্তান না নাকচ করে দেয়। এই নিয়ে ৬ বার নয়াদিল্লির অনুরোধ খারিজ করল ইসলামাবাদ।
এদিন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, কুলভূষণের মামলার সঙ্গে মৎস্যজীবী ও সাধারণ বন্দিদের তুলনা টেনে অযৌক্তিক দাবি করছে ভারত। কুলভূষণকে কর্মরত নৌসনো আধিকারিক উল্লেখ করে তাঁর দাবি, এই কম্যান্ডারকে পাকিস্তানে পাঠিয়ে নাশকতামূলক কাজ করাতে চেয়েছিল ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’।
গত বছর বালোচিস্তান থেকে প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে গ্রেফতার করে পাক প্রশাসন। তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি সাজা শোনায় পাক সামরিক আদালত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত। সেখানে কুলভূষণের ফাঁসির ওপর স্থগিতাদেশ জারি করে হেগ-এর আদালত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)