নাগাড়ে কান্না, শিশুকন্যাকে মেরে ফেলায় দম্পতির মৃত্যুদণ্ড কুয়েতে
কুয়েত সিটি: ৩ বছরের মেয়ের মৃত্যুর জন্য বাবা-মাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কুয়েতের আদালতের। ওই কুয়েতি দম্পতি গ্রেফতার হয় মে মাসে, মেয়ের শরীর থেকে প্রাণটা না বেরনো পর্যন্ত তার ওপর অত্যাচার চালিয়ে যাওয়ার অভিযোগে। সপ্তাহখানেক মৃত মেয়ের দেহ তাঁরা ফ্রিজে রেখে দেন বলেও অভিযোগ ছিল। শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড হল ২৬ বছরের বাবা সালেম বুহান, ২৩ বছর বয়সি মা আমিরা হুসেনের।
আদালতের বিবৃতিতে শুধু সাজার কথাই রয়েছে। কিন্তু দম্পতির গ্রেফতারির সময় মিডিয়া রিপোর্টে বলা হয়, শিশুকন্যাটি নাগাড়ে কেঁদে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নিগ্রহ করেন দুজনে। অভ্যন্তরীণ মন্ত্রকের দাবি, মেয়েটির কাঁধে, পায়ে পোড়া দাগ ছিল। তা দেখেই দম্পতিকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়। দম্পতি মাদকাসক্ত বলেও মন্ত্রক সূত্রে খবর। মৃত্যুদণ্ডের রায় অবশ্য চূড়ান্ত নয়, তা খতিয়ে দেখা হতে পারে আপিল আদালত, সুপ্রিম কোর্টে। কুয়েতে সাধারণত ফাঁসিতে ঝুলিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। তবে ২০০৭ থেকে ফাঁসি দেওয়া বন্ধ রাখা হয়েছে । যদিও ২০১৩-র মাঝামাঝি ৫ জনকে ফাঁসিতে ঝোলানো হয়। সেটাই একমাত্র ব্যতিক্রম।