এক্সপ্লোর
বাংলাদেশে বাজ পড়ে মৃত ৩৫

ঢাকা: বাংলাদেশে বাজ পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৷ এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছেন৷ গতকাল ঢাকা-সহ বাংলাদেশের ১৪টি জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হয়৷ পাবনায় সবচেয়ে বেশি ৮ জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জ ও রাজশাহিতে ৫ জন, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবেড়িয়ায় ৪ জনের বাজ পড়ে মৃত্যু হয়। রাজধানী ঢাকায় মাঠে ফুটবল খেলছিলেন দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। বাজ পড়ে দু'জনেরই মৃত্যু হয়। এছাড়া, গাজিপুর, বোগরা, নাটোর এবং হবিগঞ্জেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে অধিকাংশই কৃষক। বৃষ্টির সময় তাঁরা মাঠে কাজ করছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















