Coronavirus in China:তিনজনের করোনা সংক্রমণ, চিনের শহরে জারি লকডাউন
Coronavirus in China:যখন দাবি করা হচ্ছিল যে, চিনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে লাগাম টানা গিয়েছে, সেখানে সে দেশের একটি শহরে নতুন করে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।
Coronavirus in China: সারা বিশ্বেই করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। করোনার এই নয়া রূপ বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। এরইমধ্যে করোনা সংক্রমণ চিনেও আশঙ্কার মেঘ ঘনিয়েছে। একদিকে, যখন দাবি করা হচ্ছিল যে, চিনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে লাগাম টানা গিয়েছে, সেখানে সে দেশের একটি শহরে নতুন করে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আর এই খবর সামনে আসার পরই তৎপর হয়ে ওঠে কর্তৃপক্ষ। জানা গেছে, পুরো শহরেই লকডাউন জারি করে দেওয়া হয়েছে।
মধ্য চিনের হেনান প্রদেশের ইউঝাউ শহরে তিনজনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপরই ওই শহরে লকডাউন জারি করা হয়েছে। জানা গেছে, হেনান প্রদেশের ইউঝাউ নগর নিগম গত রবিবার দুজনের করোনা সংক্রমণ খবর সামনে আসার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ১২ লক্ষ বাসিন্দা রয়েছে এই শহরে। ওই শহরে গত সোমবার আরও একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপরই পুরো শহরে লকডাউন ঘোষণা করা হয়।
লকডাউন জারির পর সুপারমার্কেটের মতো অত্যাবশ্যক পরিষেবা ছাড়া স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, গণ পরিবহণ, শপিং মল সহ অন্যান্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা সুপার মার্কেট, ওষুধ উৎপাদন, বিদ্যুৎ প্রকল্পের মতো জরুরি পরিষেবায় কাজ করেন, তাঁদের করোনা নেগেটিভ রিপোর্ট পেশ করার সাপেক্ষে কর্মস্থলে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)-র তথ্য অনুসারে, দেশের তিন প্রদেশে ১০৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমের শানক্সি প্রদেশে ৯৫, দক্ষিণ পূর্বের ঝেজিয়াংয়ে আট জন এবং হেনান প্রদেশে পাঁচ জন করোনা আক্রান্ত হয়েছে। উল্লেখ্য, চিনের শহর জিয়ানের ১.৩০ কোটি বাসিন্দা গত ২৩ ডিসেম্বর থেকে গৃহবন্দি। জানা গেছে, অনেকেরই রান্নাবান্নাগ অত্যাবশ্যক সামগ্রী ফুরিয়ে গিয়েছে। চিকিৎসা পরিষেবার ঘাটতির খবরও সামনে এসেছে।