London Accident: লন্ডনে বড়সড় দুর্ঘটনা, সুড়ঙ্গ পথে দুটি ট্রেনের মুখোমুখি ধাক্কা, চলছে উদ্ধারের কাজ
London Train Accident: লন্ডন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। জানা গেছে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ও গ্রেট ওয়েস্টার্ন সার্ভিসের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
লন্ডন: লন্ডনের (London) সলিসবুরিতে (Salisbury) দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা (Train Accident)। লন্ডন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। জানা গেছে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ও গ্রেট ওয়েস্টার্ন সার্ভিসের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
সংবাদমাধ্যমে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার সময় একটি ট্রেনের সঙ্গে কোনও কিছুর ধাক্কা লাগে। সিগন্যালে সমস্যার কারণে অন্য দিক থেকে আসা আর একটি ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। দুই ট্রেনের যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।
ট্রেনের এক যাত্রী বলেছেন, তীব্র একটা ঝাঁকুনি। তারপরই সব অন্ধকার হয়ে যায়। তিনি বলেছেন, হঠাৎ করেই একটা ধাক্কা অনুভব করি। সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। কয়েকজন যাত্রী ধাক্কার জেরে ট্রেনের দেওয়ালে ঠোক্কর খান। প্রথম কয়েক সেকেণ্ডে বুঝতেই পারিনি, ঠিক কী হয়েছে। সম্বিত ফিরতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ গুরুতর জখম হননি।
ওই যাত্রী বলেছেন, সবে ট্রেনটি সলিসবুরি স্টেশনে ঢুকছিল। হঠাৎই ঝাঁকুনি অনুভব করি। আমি উঠে দাঁড়াই, কোট পরে নিই এবং মোবাইল পকেটে ভরে ফেলি। আর তারপরই একটা প্রচণ্ড ধাক্কা। টেবিল টপকে ছিটকে পড়ে যাই। দেওয়াল ছেড়ে টেবিলটা এগিয়ে আসে। আমি কোনওক্রমে অন্য একটি টেবিলের নিচে চলে যাই। ততক্ষণে ট্রেনের জানালা ভেঙে গিয়েছে। সেই জানালা গলে আমরা ট্রেনের বাইরে বেরিয়ে আসি। অত্যন্ত ভয়ঙ্কর ছিল পরিস্থিতি।
এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও কয়েকজন যাত্রী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলেছেন, অনেক যাত্রীই এই দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু সৌভাগ্যবশত কারুর মৃত্যু হয়নি। ট্রেনের বেশিরভাগ যাত্রীরই চোট-আঘাত লেগেছে। তাঁদের মধ্যে ট্রেনের চালক সহ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দমকল ও অ্যাম্বুলেন্স। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয় যে, প্রায় ১০০ জনকে তারা ট্রেন থেকে উদ্ধার করেছে।