এখনও চাঁদের চারপাশে ঘুরছে, ‘হারানো’ চন্দ্রযান-১-এর খোঁজ পেল নাসা
ওয়াশিংটন: হদিস মিলল ‘নিখোঁজ’ চন্দ্রযান-১ যানের। নাসা জানিয়েছে, এখনও তা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে।
২০০৮ সালের ২২ অক্টোবর ‘চন্দ্রযান-১’-এর উৎক্ষেপণ করেছিল ইসরো। প্রায় এক বছর ধরে তথ্য পাঠানোর পর এই যানের সঙ্গে ২০০৯ সালের ২৯ অগস্ট থেকে আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার।
প্রায় আট বছর পর হদিস মিলল চন্দ্রযানের। জানা গিয়েছে, ক্যালিফর্নিয়ার নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি (জেপিএল) সম্প্রতি চন্দ্রযানের খোঁজ পেয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবি, এখনও চাঁদের ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ কিলোমিটার ওপরে লুনার অরবিটে পদক্ষিণ করছে চন্দ্রযান-১।
জেপিএল-এর বিজ্ঞানী তথা রেডার-বিশেষজ্ঞ মারিনা ব্রজোভিচ জানান, তাঁরা গ্রাউন্ড বেসড রেডার দিয়ে নাসার লুনার রিকনিস্যান্স অরবিটারের (এলআরও) খোঁজ চালাচ্ছিলেন। তাতেই জোড়া সাফল্য মেলে।
মারিনা বলেন, এলআরও-র খোঁজ পাওয়া সহজ হলেও, চন্দ্রযানের ক্ষেত্রে তা তেমনটা ছিল না। কারণ, আট বছর আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
প্রসঙ্গত, চন্দ্রযান-১ আকারে কিউবের (ঘনক) মত। প্রত্যেক দিকে তা ১.৫ মিটার দৈর্ঘ্য। জানা গিয়েছে, পৃথিবী থেকে প্রায় ৩,৮০,০০০ কিলোমিটার দূরে থাকা একটি ছোট্ট বস্তুকে খুঁজে পেতে নাসার বিজ্ঞানীরা ৭০ মিলিমিটারের উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টেনা ব্যবহার করে। ওই অ্যান্টেনা চাঁদের দিকে মাইক্রোওয়েভ তরঙ্গ ছুঁড়তে থাকে। তাতেই ধরা দেয় চন্দ্রযান-১।