এক্সপ্লোর
অবিশ্বাস্য! প্যারাশ্যুট ছাড়াই ২৫ হাজার ফুট থেকে ঝাঁপ, বিশ্বরেকর্ড মার্কিন স্কাই ডাইভারের

লস অ্যাঞ্জেলেস: স্টান্টের নয়া নজির দেখল গোটা বিশ্ব। কালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে প্যারাশ্যুট ছাড়াই ২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন স্কাই ডাইভার লুক একিন্স। ১২৬ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ১৯৩ কিলোমিটার বেগে নীচে পাতা ১০০ বর্গফুটের জালের ওপর ঝাঁপিয়ে পড়েন লুক। একটু এদিক-ওদিক হলেই অবধারিত মৃত্যু। কিন্তু, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেনজির সাহসিকতার পরিচয় দিলেন মার্কিন স্কাই ডাইভার লুক একিন্স। জালে পড়েই দ্রুত উঠে আসেন লুক। নিচেই ছিলেন স্ত্রী মণিকা ও চার বছরের সন্তান লোগ্যান। নিচে নেমে স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরেন তিনি। উচ্ছ্বসিত লুক বলেন, আমি তো ভাসছিলাম, একেবারেই অবিশ্বাস্য! ঘটনাটা এইমাত্র ঘটে গেল। আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। এই অসমসাহসী কাজে প্রস্তুতিতে তাঁকে গত দুবছর ধরে সাহায্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















