এক্সপ্লোর
মধ্য ইতালিতে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৬.২, মৃত ৫

রোম: মধ্য ইতালিতে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর পশ্চিম রোমের কাছে রিইটি। ভোর ৩.৩০ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। ভয়ে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাজিও প্রদেশের আমাত্রিস শহর। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বেশ কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা। অ্যাপেনাইন পর্বতমালার গা ঘেঁষে গড়ে ওঠা এই শহর পর্যটক-প্রিয়। রয়েছে একাধিক ঐতিহাসিক স্মারক-সৌধ। সেগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। রিইটি-র মেয়র জানিয়েছেন, ওই এলাকার বিদ্যুত পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে খবর, ভূমিকম্পের কম্পনের মাত্রা ৬.১। এদিকে মার্কি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা ৬.২। প্রসঙ্গত, ২০০৯ সালে ওই এলাকাতেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় ৩০০-রও বেশি মানুষ। সেবার কম্পনের মাত্রা ছিল ৬.৩।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















